কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ১৪ মে, ২০২২

পৌলমী ভট্টাচার্য

 

কবিতার কালিমাটি ১১৭


কলমে হাসি থামিও না

 

যে হাসিতে লেগে থাকে

জনিওয়াকারের সুর, দ্যাখো

 

তূণ থেকে নিক্ষেপিত

অক্ষরেরা সারিবদ্ধ হয়ে

তোমারই গুণগান গায়...

 

আমি স্থলপদ্ম সাজাই, তাতে

একটা,

১টা করে

শব্দ পদ্মাসনে বসবে, যেখানে

 

গার্হস্থ ধ্বনি নারায়ণ খুঁজে পায়, আর

গাঙ্গেয় তরণী তোমায়

গ্রন্থকীট ভেবে পাড়ি দেয়

মেহুল রাজ্যে, এখন যেন

 

আমার নীড়ের পাখি উধাও হ'ল...

 

ক্যাডবেরি কারভা

 

মননের সিংহ দরজায়

মেদুর অথচ নির্ঘোষ চলন

কাছে ডাকি,

কুলো সাজাই,

বরণ করি,

 

ভারতদর্শনের অমায়িক গন্ধে

ঘোমটা থেকে মোনরম

চ্যান্টিং সঙ্গীত

উচ্ছ্বল হতে চায়, আর

 

বোগেনভেলিয়ায় ১টা শালিকের

উৎকন্ঠিত খরা

একাদশ রাশির অপেক্ষায়, যাকে

তুমি ভেবে

তরল হ'তে শিখছি

 

কপিধ্বজ প্রস্তুত...

 

ক্যাডবেরি কারভাতে তখন

টুংটাং ধ্বনি খেলছে

 

নিভৃত যতনে আমার নামটি লিখো...

 

তোমার ছন্দে বিভোর  

 

ফিরে এসো রাত আসার আগে

 

পুরু দেওয়াল ভেদ করে || (তোমার) ধনাত্মক নাদ

আমার দক্ষিণী গালে বাজলে

 

লাবডুব শুনি ~ আর ক্ল্যারিনেট বাজে

১১ পি. এম হ'লে

 

এখনও রাত জাগে তোমার ছন্দে বিভোর হবো ব'লে

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন