কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ১৪ মে, ২০২২

নীলাব্জ চক্রবর্তী

 

কবিতার কালিমাটি ১১৭


একটা স্মুদ বিজ্ঞাপন

 

মোজার দোকানে আমি

আঙুল বদলে বদলে

ঘোড়া খুলে চলে যাওয়া হলুদের মরশুম

দেখি

যতদূর পৌত্তলিক হয়েছে

এলোমেলো

ছায়ায় পড়েছি

কার কথা

গড়িয়ে গড়িয়ে

লিপস্টিকের গন্ধ ভালবাসি কাগজের দিন

কাত হয়ে

বারবার দেখতে পাচ্ছি

একটা স্মুদ বিজ্ঞাপন হয়ে

শব্দ

এক ভেদ করা অরণ্য হয়ে

কে কাকে ফলো করছে...

 

এই ধাবমানতা

 

টেকনিক বলতে

বারবার

হাত থেকে হাতের ছায়ার দূরত্ব

পড়ে যাওয়া

রিপিট করছে প্রতিপাদ্য

ট্রিগার

এই প্রস্তুতি

এই ধাবমানতা

আসলে একটা প্রশ্রয়

ভুল বানানের মতো

ক্রমে

পরিচ্ছন্ন হতে হতে

ব্রেক

জল লিখে ঝরে যাওয়া গান...

 

জানলা

 

একটার পর একটা নির্লিপ্ত হরফ

জায়গা বদল করছে

ফ্ল্যাশব্যাক

রেশম বানানের মতো

লীলা

লো-অ্যাঙ্গেল থেকে

বয়েস পড়ছে মনে মনে

রীল কে রীল

ফ্রেম অবধি এই খেয়াল

ফল করতে করতে

ব্রেক

কাঁপছে

এই আরবান ভঙ্গি এলোমেলো

স্টেপ আপ

হে আমার অগভীর জানলা...

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন