কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ৮ জুন, ২০১৯

সোনালি বেগম




জলের বিস্তৃতি


আনন্দ-ভুবন অন্তহীন শ্রদ্ধা-বসবাস
সৎ দায়িত্ববান প্রিয় সঙ্গী
কোনো বিস্ময় নয়, অবচেতন মনের কিনারায়
                      তাজা তাজা লাল গোলাপ।
কিভাবে কেন অথবা কোথায় দেখা হল
এই অঙ্গীকার ভালোবাসার সম্মান-তরী ভাসে।
ভয় প্রদর্শন নয়, আন্দোলিত অনুপম গতি
বিচ্ছুরিত আলোক গভীর মনোযোগ বিন্দু বিন্দু আবেশ
                       সবুজপত্র বিনিময়
অতিবিশ্বাস হ্রেষা মুখরিত খুরধার তেজে।
                               স্বপ্নময় কোলাজ
                                জলের বিস্তৃতি পেরিয়ে



প্রতারণা


বারান্দাভরা প্রত্যাশা রেলিং রাস্তার বাল্ব
প্রেম প্রেম খেলার শেষ ট্রেন গন্তব্য খুঁজছে –––
স্টেশন শ্যুটিং বক্সঅফিস হিট ছবি।
আকাশে অসংখ্য তারার ভিতর
ক্যামেরাম্যান লাইটম্যান ক্যামেরার লেন্স।
মোবাইল রিংটোন দমবন্ধ বিশাল ঘর
সারি সারি দাঁড়িয়ে গাছ সবুজ লতাপাতা
দগ্ধ মেয়েটির চোখ আকাশ খুঁজতে থাকে।



অপলক


হাটুমুড়ে বসে মেঝের উপর
এককাপ কফি ভাগ করে ধোঁয়া-ধোঁয়াই।
অসংখ্য ঘর শরীরজুড়ে আলপিন
দৃঢ় গাছের পাতায় আঁকা উপত্যকা।
ঝোপঝাড় ঘুরে ঘুরে হাজার বছর হয়তো
শস্যদানা ইঁদুরশাবক আর অসংখ্য গর্ত।
লিউকোমিয়া নিয়ে আর কত দিন!
হেসে উঠছে রাত, দিন ছোটো হয়ে আসছে
অপলক দূরত্বে দ্রুতগামী অশ্ব –––
মৃত্যু খুব সুন্দর।
  
    

1 কমেন্টস্:

  1. ভালো লাগলো। আনন্দ পেলাম শেষ লেখাটি পড়ে। সোনালি, অভিনন্দ।

    উত্তরমুছুন