কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ৮ জুন, ২০১৯

রুমা ঢ্যাং অধিকারী




তুলনামূলক 

প্রাণীদের কথা থাকে অনেক
গাছের নেই, শুধু শিরায় ঝোলে পদ্য 
মাথায় রামধনু চাঁদ

আকাশের সাথে এটুকুই বন্ধন,  রাতে 

পাতা নড়ে, ঝরে পড়ে হাজার হাজার গল্প
ডাল নড়ে,  উড়ে আসে প্রথম প্রেমের পরিচয় 

আমরা দুঃখ লেহন করেছিলাম 
অন্ধকারগুলোই পালক হয়ে এখন অন্তরমুখী 


চিরুনি উৎসব

আম-এজ বগল দাবাচ্ছে পূর্ণাঙ্গ রীতিতে 
আমি এখন তরমুজে মগ্ন 
তবু কখনও কখনও
উঠোন ধুয়ে দেয় ফাটলের আলিঙ্গন, শিরায় উপশিরায় 

সেসবদিনে আহ্লাদ বাড়ে, মরাল বাঁক নেয়
আর শ্মশানের রোড সরে সরে যায়...

ঘরের একটিমাত্র চিরুনির দাঁত মেঝেতে ছড়িয়ে পড়ে 
অথচ দিকে দিকে চিরুনি উৎসব 

যেহেতু ভ্রুযুগলের বহু সংশয়বোধ 
তেমন কারোর বিচ্ছেদ নেই,  মনে ও পাকদণ্ডী ঘুমেও


কার্পেটের ছায়া 

সাধু-আবাদের ফোঁটায় ফোঁটায় নিমন্ত্রণ আসে
তবু ফুলের দলের লড়াই 
এই লড়াইয়ে আমরা দেখছি কার্পেটের ছায়া 
                        দেখা যাচ্ছে আচমনের দিক

ওরা কাঠের ফল আয়েশ করে খায়
আর ভাটপাড়ায় ডুগডুগি বাজায় দাঁড়ি গোঁফ সমেত

সফেদিমহলেও সূর্য মলিন হয়
যখন ঘুড়ি ওড়ানোর দৃশ্যটি পর্যালোচিত 

বর্তমানে কৃতি ভেসে যাচ্ছে 
                             হড়পা বাণে

বিমর্ষ গরমে আর কিছু না
আমার প্রতিটা রজনী গন্ধের বিলাস ভরুক ঝিঞ্ঝটি রাগে



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন