কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ৮ জুন, ২০১৯

শ্রাবণী সিংহ




ছবি
জুম্‌ করে দেখি পাতার ভাঁজে ছোট্ট  বেলকুঁড়ি
ক্যাপশন ছাড়াই কিছু ছবিতে অনেক বলা হয়ে যায়
যেমন ফসলের  নাভিতে  পোকার লালমুখ
যেমন থেমে থাকা রোলার কোস্টার রাইডে একটু আগের বিপন্নতা,
যেমন
  ডার্করুমে আমি একা 
আর
 
ছবির নেগেটিভে তোর ওই আগ্রাসী
  রোদজ্বলা চোখ

খড় খোঁজার অছিলায়
একুশটি জোড়া শালিকের কসম,
ছিপ
  ফেললেই মাছ ধরা যায় না।
গুটিকতক হরিয়ালি পালক পড়ে আছে,
 
                  এসেছিল হলুদ পাখি সে
বসন্তের রোমাঞ্চ নিয়ে
 
খড় খোঁজার অছিলায়
 
            ভেসে গেছে আবার কোন্‌  দিগন্তে...

জিরো আওয়ারে
সাত পুরোনো কাঠের  এই দোলক চেয়ারটা
পুষ্টিরোদ মেখেছে কত কত।
এখনও বার্নিশের রঙ খয়ের কাঁচা
মোরগঝুঁটিসম্পন্ন মেঘের বৃষ্টি হওয়া দেখতে শিখিয়েছে
 
লম্বা পাল্লার এই জানলাগুলো,

বিবেকে আমি প্রহরী
 
রোজ
 
দরজা খুলে দিই,
আচ্ছন্নের মত খুঁজি তাকে যে
  
দেয়ালঘড়ির কাঁটাজোড়াকে বলত 'সুঁই'
  
জিরো আওয়ারে সময়ের কুর্তি সেলাই করে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন