কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ৮ জুন, ২০১৯

উমাপদ কর




নিমিখ



(২৫)


বুকে পাহাড়
    তুষার নিঃশ্বাসে
মেঘ কঠিন


(২৬)


আবোল বনে
    তাবোল পাখি কাঁদে
আসার নামে


(২৭)


একটা ঋতু
    আরেকটা ঋতুর
শরম খায়


(২৮)


মোমের চোখ
    পুকুরঘাটে মেয়ে
কামলে গলে


(২৯)


পুঞ্জ তারা
   জ্বলা-নেভার ফাগে
মাদারিখেল


(৩০)


ডানা পালকে
    ঠোঁট ঘুরিয়ে ঠুং
জলদাগমে


(৩১)


নয়নতারা
   ফুটে পাগল ফুটে
ভাষা বাদল


(৩২)


মরীচিমালী
   নিমপাতা ভাজেন
ঋতুরাজের


(৩৩)


কুহা মেয়ের       
   মাস্কারা সোহাগ
শীত নিলামে     
 

(৩৪)


দিশার চূড়া
   বরফমুড়ে জেগে
হেই সামালো




1 কমেন্টস্:

  1. বাংলাভাষায় হাইকু লেখা অসম্ভব নানা কারণে। এখানে 'নিমিখ'-এ আমার প্রয়াস বাংলাভাষায় হাইকু-স্বাদ পাওয়ার।

    উত্তরমুছুন