কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ৮ জুন, ২০১৯

<<<< সম্পাদকীয় >>>>





কালিমাটি অনলাইন / ৬৮  


প্রতি বছর যেমন হয়, এবছরও যথারীতি আয়োজিত হয়েছিল রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষ্যে অসংখ্য রবীন্দ্রানুষ্ঠান, রবীন্দ্রসন্ধ্যা, রবীন্দ্র উৎসব, রবীন্দ্রমেলা ইত্যাদি ইত্যাদি। বৈশাখ মাসে তো অবশ্যই, জ্যৈষ্ঠ মাস জুড়েও চলে এই ঢেউ। তারপরই দেখতে দেখতে চলে আসে শ্রাবণ। শুরু হয় রবীন্দ্রনাথের মৃত্যুদিন উপলক্ষ্যে আরও কত শত অনুষ্ঠান। মূলত বাঙালিরাই এইসব অনুষ্ঠানের  আয়োজন করে থাকে। মূলত বাঙালিরাই এইসব অনুষ্ঠানে যোগদান করে থাকে। মনে হতেই পারে, রবীন্দ্রনাথকে নিয়ে যখন এত উৎসাহ ও মাতামাতি, সুতরাং তারা নিশ্চয়ই রবীন্দ্রনাথকে তাদের নিজেদের জীবনে কর্মে, ভাবনায়, আদর্শে, দর্শনে জড়িয়ে ধরেছে; তাঁকে সামগ্রীক পর্যায়ে আত্মস্থ করেছে, জীবনচর্যায় তাঁকে  ধ্রুবতারার উপমায় গ্রহণ করেছে। কিন্তু সত্যিই কি তাই ঘটেছে? রবীন্দ্রনাথকে কি আজও আদৌ প্রাসঙ্গিক বলে চেতন ও অবচেতন বলে মনে করে তারা? এবং এই জিজ্ঞাসা শুধুমাত্র রবীন্দ্রনাথ সম্পর্কেই নয়, আরও অনেক অনেক মহান ব্যক্তিত্ব ও মহর্ষি সম্পর্কেওযেমন রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজী সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন...  


এবং প্রসঙ্গটা শুধুমাত্র বাঙালিকে কেন্দ্র করে নয়, বরং সামগ্রীক দেশের ক্ষেত্রেও তাই। দেশের সাধারণ মানুষ আজ তারিখ ও তিথির হিসেবে বিভিন্ন মহাপুরুষকে স্মরণ করে, অনুষ্ঠান করে, হৈ চৈ করে; কিন্তু তাঁদের কৃতি ও জীবনাদর্শ সম্পর্কে তাদের আদৌ কোনো  চিন্তা ভাবনা নেই, জীবনে প্রয়োগের কোনো সচেতনতা ও উদ্যোগ নেই। মনে হয়, যেন একটা অশুভ অন্ধকার আমাদের জীবন ও অস্তিত্বকে প্রতিদিন প্রতি মুহূর্তে গ্রাস করে চলেছে। আমরা হারিয়ে ফেলছি আমাদের শুভবোধ, জীবনের সৌন্দর্য ও মহিমাসোচ্চার মিথ্যার দমকে চমকে ঢাকা পড়ে যাচ্ছে প্রকৃত সত্য। অথচ এইসব অশুভ শক্তি ও মিথ্যার ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বৌদ্ধিক ও মানসিক শক্তি অনায়াসে অর্জন করতে পারি, যদি আমরা আমাদের প্রকৃত পথ প্রদর্শক মহান মানুষদের আদর্শে উদ্বুদ্ধ হই, তাঁদের নির্দেশিত পথে আমাদের জীবনচর্যাকে প্রবাহিত করি। নিছক কারও জন্মদিন ও মৃত্যুদিন পালন করে যেমন তাঁকে শ্রদ্ধা নিবেদন করা যায় না, তেমনি নিজের জীবন, সমাজ ও সময়কেও মর্যাদা দান করা যায় না। এই সত্য যত তাড়াতাড়ি আমরা উপলব্ধি করতে পারব, ততই আমাদের মঙ্গল। নতুবা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা অপরাধী হিসেবেই গণ্য হব।  


আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা : 
kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com 

দূরভাষ যোগাযোগ :           
08789040217 / 09835544675 

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :
Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন