কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

প্রশান্ত গুহমজুমদার




বিষাদমন্তাজ

অসম্পূর্ণ এই রেখা। বর্ণচ্ছটা। কী হইত সম্পূর্ণ হইলে! বাঁকসকল কি আর  চামচসদৃশ? অরণ্যানী গোচরে? এইরূপ বহু কিছু ক্রমে আলোচনার অনুপযুক্ত এবং প্রান্তর ক্রমে প্রকারে আসিবে।  যুদ্ধসব বিষাদমন্তাজ। সর্বত্র মন্ডলযথা ভয়, শূন্যের, বিকটে লালন করিবে তোমাকে। অন্ধে। একটি অপর রেখা, নিকেতন, এই সব, সুডোলে বিগতস্পৃহ, নিশ্চিত সম্পন্ন করিত। প্রণবে যাইত না। ছবি?

নীল

এই পথেই যায়। সহজ। লৌকিক অভ্যাসে। পরিচিত জিহ্বায়। নীল। মেঘেই ললিপপ।

ফলগুলি

ফলগুলি অধুনা স্পষ্টতর। রেলের শব্দ। প্রভাতের সাদা। কোথাও কুঞ্চন নাই। সামান্য শব্দ। চেয়ার দুলিতেছে, কাঠের, একা। প্রতীতি হয়, কোথাও ছড়িয়ে ছড়িয়ে যাওয়া। কুয়াশা, অতঃপর কঠিন পদচিহ্ন সব। আর দেখিতেছি, সঞ্চয়, এ যাবৎ গোলাপের ঝাড়, হয়ে আছে, হইয়াছে হাড়, সাদা, ক্রমে

খই

চামচ সরিয়া যায়। রোদ্দুর যায়। ওই চক্ষু, গলিত, যায়। বহু বহু বছরের এই আয়োজন, ঈষৎ। বহু বর্ণ, পাতা মাখামাখি, আসিয়া বসিল এতদিনে। হায়, এতদিনে!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন