কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

মৃণালিনী ঘোষ




বাড়ি


(১)

উচ্ছ্বাস বাড়িয়ে তোলে ছয় বাই বারো পিলারের চারটি দেওয়াল
স্বপ্নগুলো কল্পনার রঙে সবুজ শ্যাওলা
আবেশের ঘোরে জমাট বাঁধতে বাঁধতে মহাসাগরে
ডুব দিয়ে তুলে আনি মুক্তো

(২)

ঋতু বদল প্রকৃতির অমোঘ নিয়ম-বারোমাস্যা
এক মিনিটেই পূর্ণ-অপূর্ণতার প্রতিফলন প্রতিসরণ
পাট ভাঙা শাড়ির নতুন গন্ধ মেখে ভেজা চুলের টপ্ টপ্
মাতাল ঝরা বিন্দু বিন্দু শিশির ফোঁটা
ডুবরীর ডুব চকচকে মুক্তোয় প্রশান্তিতে চোখের কর্ণিকা

(৩)

দেওয়ালের হলদে দাগে কাঁচা পাকা রঙের ছবিতে কোলাজ
সাক্ষী দেবদারুর কচি পাতা প্রসব মাতোয়ারা মন মেজাজ
নম্বই দিনে জিহ্বার স্বাদ ৯০ ডিগ্রি বৈপরীত্য
চিলকা হ্রদে ঘোলাটে জল, ভুবতে চায় নতুন স্বচ্ছ ভালোবাসা

(৪)

উত্তেজনার চেয়ে নীরবতা শ্রেয়, অপমান অন্তরালে মুখ উঁচিয়ে থাকে
নেতিয়ে যাওয়া ভালোবাসা লাউ গাছের ডগায় স্বপ্ন সাজিয়ে সাজিয়ে
নতুন পৃথিবীতে বেড়ে ওঠে- হিরণ্যজলে
আশার বিন্দু বিন্দু জমা হয় ভাঙ্গা মনের স্বচ্ছ দেওয়ালে

(৫)

দেওয়ালে দেওয়ালে চির শব্দের ভূমিকম্পন মৃদু জোড়ালো চিৎকার
হলদে কোলাজ। মেঝেতে শীৎকার! অব্যক্ত কথারা শূন্যময়!
শূন্যময় পৃথিবীর আশ্বাস ক্যানেলের পাশের সবুজে অসহায়
শির ছেঁড়া চুলের পালতোলা জাহাজ খোলা হাওয়ায় ভাসে
গাছেরা এখন চুপ, চোখে চোখে কথা, গাছ মাটি আকাশ নীরব দর্শক


(৬)

সূর্যের উদয় অস্ত ঋতু পরিবর্তনের কারণ হলে!
চাঁদের পূর্ণিমা-অমাবস্যা, গোলাকার বা কাঁটারি অঙ্কের দোড়গোরায়!
বাড়ির রূপ রঙ সাজগোছ বাস্তুর কী পজিসন?
সমাধানের তাগিদে অঙ্কের অন্দর মহলে নির্ভুল ফরমূলার অবৈধ প্রবেশ
জীবন নামক অঙ্কের সমাধান খুঁজতে খুঁজতে খন্ড ঈশ্বর আর পূর্ণ দর্শন

(৭)

ভাব অঙ্কের সঙ্গম তেল আর জল
ধরে নেয়া যায় পুরোটা, অধরা ভাসমান। বিক্রিয়াহীন
ক্যালেন্ডার ঝুলছে, ঝুলতে ঝুলতে শেষে- প্রস্হান
প্রবেশের পথে আলোতে উৎসুক দৃষ্টির শ্যেন

(৮)

সরু দড়ি ছেঁড়ার গল্পগুলো পুরনো কোলাহল অনুররণ তোলে
ব্যর্থ মুখের হাই- ঘুম পাড়ানিয়া গান
ছেঁড়া পাতে আজও হয়নি উচ্ছিষ্টের ভোজন
বাড়ি গুটিয়ে রাখে, ইঙ্গিত সারমর্ম

(৯)

আকাশের তারা কাচ পোকাদের দীর্ঘশ্বাসে ঝরে পড়ে শুকনো রজনীগন্ধা
হাটবাজারে কাকতারুয়াদের ভিড়
দুদিকে মুখোমুখি বাসিন্দা
একদিকের রাস্তা নির্দিষ্ট নিশ্চিত। আর অন্যদিকের শূন্যতাময় অনিশ্চিত!

(১০)

পালাবদলের দিন শুরু - স্বপ্ন থেকে গাঁটছড়ায় বাস্তব
রজনীগন্ধায় শুরু কিন্তু ফুলের দাম বেশি তুলনায় জীবন্ত নারীর
আবার অতীতের গল্প শুরু হয়
মন ভাঙ্গার সান্ত্বনার আস্তানা বাথরুম হলরুমে সম্মান হরণ
গায়ের হলুদ রঙ মিশে যায় চিরকালের ঘরোয়া দ্বন্দ্ব
স্মৃতির শুকনো গন্ধ জড়িয়ে থাকে
বাড়ির জীবন গল্পের শাখা-প্রশাখা চাপা আর্তনাদে
জড়িয়ে থাকে আদিম মাটিতে




1 কমেন্টস্: