কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

শর্মিষ্ঠা ঘোষ




দস্যু

এজমালি সবকিছুই মানি, একাকীত্ব বাতিক তোমারও ছিল না
 
অজগরবৃত্তি মোক্ষ, সহবতও নয় গান্ধারী সাজা কুনজর অজুহাতে
 
ঊর্ণনাভ ইচ্ছেগুলি চৌষট্টি কলায় ছেনেছে কাঠামো, সৌরভ
 
এতোতেও মিটছেনা সাধ, তুমি কি দেমাকি দস্যু অগম দেউলে

ভেবেছি  

আমি কিছু সনাতন শুরুর কথাই ভেবেছি অবিরাম  
কিছু পূজা পরম্পরা একবগ্গা সাঁতার তোমার অম্বুজে
  
হার্ডল পেরিয়ে পেরিয়ে পৌঁছে যাবার রাস্তাই ভেবেছি
ভেবেছি আরো কিছু না যেন বাকি থাকে দিতে

কতদিন

কতদিন বল দেখে যাই শুধু দূর থেকে
কতদিন ভিজি শ্রাবণী বারিষ একা একা
কতদিন শুধু কাঠকাঠ কথা চালাচালি
ছিরিছাঁদ নেই ভালোলাগাদের ফুলবনে
ভেজা দুপাতায় চোখের শিশির গোছালাম
আসছে শরত দোলাতে আবার আমাদের
পদ্ম শালুকে কাশ শিউলির পাকা দেখা
যদিদং এই হৃদয়ের ভার তব হাতে



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন