কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৩১

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৩১

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

জ্যোতির্ময় মুখোপাধ্যায়




টাইম্

অথচ রঙিন শহর। দৃশ‍্যরা বদলে গেল

ভাবছিলাম, ঘুমিয়ে পড়লেই জুতো ছোট হয়ে যায় কেন। প্রতিটি সূর্যাস্তেই কেন ভেঙে ভেঙে যায় জন্মদিনের বিকেল

এসব ভাবতে ভাবতেই আয়নায় সারিয়াল বিজ্ঞাপন, প্রতিটি দুপুরেই ক্ষয় হয় নদী

পুরুষ

সবকিছু ভাঙে বলেই চোখও অবসর নেয়

এই যে তুমি চশমার ডাঁটি হাতে দগ্ধ যাতায়াতে ঈশ্বর ভাবছো। কিন্তু জেনে রেখো, সুযোগ পেলে সব পুরুষই চরিত্রহীন

ফেবু

শেষ দৃশ্যে সেসব অলস দুপুর। আপনি এবং একটি অবতল আপেল। এরপর কিছু ভার্চুয়াল টেবিল যোগাড় করে নিতে পারলেই জম্পেশ ক্ষয়ে যাওয়া সেতু

রাস্তা

অথবা শব্দটি, আপেল খুলতে গিয়েও সরণি হয়ে যাচ্ছে
এবং একটি বাতিল বিকেল

ক্রমশ বাড়ি ফেরে সন্ধ্যাবেলা

অহম্

হাঁ করে আছি। ঢেলে দাও কিছু বিষ। তাড়াতাড়ি। সময় নেই আর। জিভটা গিরিগিটি হওয়ার আগেই ঘোষণা করে দিও আমি মৃত





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন