কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

<<<< সম্পাদকীয় >>>>




কালিমাটি অনলাইন / ৫৯


‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের প্রায় শুরু থেকেই ‘প্রতিবেশী সাহিত্য’ বিভাগটি প্রতি সংখ্যায় নিয়মিত ভাবে প্রকাশিত হচ্ছে। আশাকরি আপনারা প্রতিটি সংখ্যা আগ্রহের সঙ্গে পড়েন এবং সেইসূত্রে অবগত আছেন যে, মূলত জয়া চৌধুরীর উৎসাহ ও সহযোগিতায় বিভাগটি অনিয়মিত হবার দুশ্চিন্তা থেকে আমাদের নিশ্চিন্ত করেছে। জয়া চৌধুরীর সংক্ষিপ্ত পরিচিতিতে এর আগে আমরা জানিয়েছি যে, তিনি রামকৃষ্ণ মিশন গোলপার্কে স্প্যানিশ ভাষার শিক্ষক। গত কয়েক বছর ধরে তিনি অনুবাদ চর্চায় রত। মূলত স্প্যানিশ-বাংলা-স্প্যানিশ ভাষায় অনুবাদ করেন তিনি। বলা বাহুল্য, বিশ্ব সাহিত্য ভান্ডারে ইংরেজি ভাষায় রচিত সাহিত্যের পাশাপাশি স্প্যানিশ ভাষায় রচিত সাহিত্য ভান্ডারও বিশাল এবং বিপুল। কিন্তু সেইসঙ্গে একথাও অস্বীকার করা যায় না যে, বিশ্বে প্রচলিত অন্যান্য ভাষায় রচিত সাহিত্যের ভান্ডারও ব্যাপক। এবং সেইসব সাহিত্যও ইংরেজি ও স্প্যানিশ ভাষায় রচিত সাহিত্যের মতোই অত্যন্ত উৎকৃষ্ট মননশীল এবং মনোগ্রাহী। ভাষা সংক্রান্ত একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস তাদের গবেষণার পর জানিয়েছে, বিশ্বে মোট ভাষার সংখ্যা, ৬ হাজার ৯০৯। এই হিসেব অবশ্য ২০০৯ সালের। আমার সঠিক জানা নেই, আজ ২০১৮ সালের  সেপ্টেম্বর মাসে এরমধ্যে কতগুলি ভাষা জীবিত আছে! কেননা, বিভিন্ন সমীক্ষা সূত্রেই জানতে পারি যে, প্রায় প্রতিদিনই অবহেলা অনাদর ও উপেক্ষায় এবং রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে কিছু কিছু ভাষা বিপন্ন ও বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাইহোক প্রসঙ্গান্তরে প্রবেশ না করে সাধারণ বুদ্ধিতে মনে যা মনে হয়, বিশ্বে এতগুলি ভাষা যখন প্রচলিত আছে, তখন প্রত্যেক ভাষাতেই সাহিত্যও নিশ্চয়ই রচিত হয়েছে! কিন্তু আমাদের কল্পনাতীত সেই বিশালতর ও বিপুলতর সাহিত্যের ভান্ডার, তার স্পর্শ গন্ধ স্বাদগ্রহণ কীভাবে আমাদের জীবনে সম্ভবপর করে তুলব? আদৌ কি তা সম্ভব? না, সততার সঙ্গে মেনে নেওয়া ভালো, এক  জীবনে তা সম্ভব নয় এবং জীবন একটাই। আমাদের মাতৃভাষা বাংলায় স্বয়ং রবীন্দ্রনাথ যা লিখেছেন, অনেকের মুখেই শুনেছি, তা নাকি এক জীবনে পড়ে  শেষ করা সম্ভব নয়। এবং তাই যদি সত্যি হয়, তাহলে তো আমাদের মাতৃভাষায় রচিত অসংখ্য লেখকের সৃষ্ট সাহিত্যও পড়ে শেষ করা একেবারেই অসম্ভব! আর  তারপর যদি বিশ্বের ৬ হাজার ৯০৯টি ভাষায় রচিত সাহিত্যপাঠের কথা বলা হয়, তাহলে কী যে হয়...
কিন্তু ব্যাপারটা হচ্ছে, মানুষ এক অদ্ভুত প্রাণী। কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব এসব ভেবে সে কখনই নিশ্চেষ্ট থাকে না। তার খিদে অসীম, তার পিপাসা অনন্ত। আর তাই আরও অনেক কিছুর মতোই বিশ্বসাহিত্য পাঠেও তার চিরন্তন উৎসাহ ও আগ্রহ। ‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনে এই চিন্তা ভাবনা থেকেই ‘প্রতিবেশী সাহিত্য’ বিভাগ নিয়মিত প্রকাশ করা হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত হব যদি আপনারাও এই বিভাগটিকে আরও সমৃদ্ধ করে তোলার জন্য আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করেন। আমাদের বিনীত অনুরোধ, আপনারা নিজের মাতৃভাষার পাশাপাশি যেসব ভাষা জানেন, তা আমাদের দেশের বিভিন্ন রাজ্যে প্রচলিত বিভিন্ন ভাষা ও উপভাষায় রচিত সাহিত্য হতে পারে, আবার বিদেশের বিভিন্ন ভাষা ও উপভাষায় সাহিত্য হতে পারে, বাংলা ভাষায় অনুবাদ করে ‘কালিমাটি অনলাইন’এর সম্পাদকীয় দপ্তরে পাঠিয়ে দিন। এবং শুধুমাত্র কবিতা নয়, বরং গল্প, নিবন্ধ, প্রবন্ধ, আলোচনা, সমালোচনা সব কিছুই। সেইসঙ্গে সম্ভব হলে পাঠাবেন লেখকের সংক্ষিপ্ত পরিচিতি ও আলোকচিত্র। আমরা প্রকৃতপক্ষে এই বিশ্বের নাগরিক। আর তাই আমাদের বিশ্বের সবকিছু দেখার পড়ার শোনার উপভোগ করার উপলব্ধি করার অধিকার আছে। আছেই।

সবাইকে জানাই শারদ শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। 

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা : 
kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com 

দূরভাষ যোগাযোগ :           
08789040217 / 09835544675

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :
KajalSen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India


1 কমেন্টস্:

  1. অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। অভিনন্দন। আয়োজন ক্রমে উজ্জ্বল হয়ে উঠুক।

    উত্তরমুছুন