একই ফল
সাপ উঠেছে শরীর ঘিরে, গলার তলায় বিষ
আমরা কেবল আফিম নেশায় কাটাই অহর্নিশ।
ছেঁদো কথাই শ্লোগান হয়ে ঘুরছে হাতে হাতে
হাঁটছি দ্যাখো বুক চিতিয়ে, লোকেরা ফুটপাতে।
এবং দেখো ভীড়ের ভেতর একলা হয়ে যাই
আমার মাথায় ধামসা মাদল, গঙ্গা যমুনাই।
বটের বৃক্ষ ফাঁক করে আজ অল্প ওঠে চাঁদ
কুহক যেন এমনি করেই সাজিয়ে রাখে ফাঁদ।
বিষ নিই বা ফাঁদেই জড়াই, ফল তো সেই এক
উঁচু বাড়ির ছাদের থেকে "এই, এদিকে দ্যাখ..."
আমরা কেবল আফিম নেশায় কাটাই অহর্নিশ।
ছেঁদো কথাই শ্লোগান হয়ে ঘুরছে হাতে হাতে
হাঁটছি দ্যাখো বুক চিতিয়ে, লোকেরা ফুটপাতে।
এবং দেখো ভীড়ের ভেতর একলা হয়ে যাই
আমার মাথায় ধামসা মাদল, গঙ্গা যমুনাই।
বটের বৃক্ষ ফাঁক করে আজ অল্প ওঠে চাঁদ
কুহক যেন এমনি করেই সাজিয়ে রাখে ফাঁদ।
বিষ নিই বা ফাঁদেই জড়াই, ফল তো সেই এক
উঁচু বাড়ির ছাদের থেকে "এই, এদিকে দ্যাখ..."
চশমাটা
আমার দরজায় ইচ্ছেমতো পোস্টার সেঁটে দেবার
পরামর্শ কে দিয়েছে? কে দিলো সেই অধিকার...!
জানি, যুদ্ধে আক্রমণই সেরা অস্ত্র প্রতিরক্ষার...
কিন্তু এখানে কোন যুদ্ধ নেই, তবু আক্রমণ
আছে সন্ত্রাস, আছে চোখে লঙাগুঁড়ো ছুঁড়ে দেওয়া--
এইভাবে দৃশ্যে বদল আনার রুগ্ন চেষ্টা
মাথা হেঁট করে ফিরে যাবে, একদিন, অবশেষে
জলার পাশে পোষা কুকুরের মৃতদেহ
ছিঁড়ে খাবে ভয়াল শকুন
আর পত্রকার বাবুগণ মৃত কুকুরের সাক্ষাৎকার নিয়ে
লিখে ফেলবেন দু' চার কলম টাটকা খবর
এইভাবে সমাপতিত কিছু ঘন মুহূর্তকে ঠেলা হবে
গ্রিনরুমের গভীর কুয়োয়...
পরামর্শ কে দিয়েছে? কে দিলো সেই অধিকার...!
জানি, যুদ্ধে আক্রমণই সেরা অস্ত্র প্রতিরক্ষার...
কিন্তু এখানে কোন যুদ্ধ নেই, তবু আক্রমণ
আছে সন্ত্রাস, আছে চোখে লঙাগুঁড়ো ছুঁড়ে দেওয়া--
এইভাবে দৃশ্যে বদল আনার রুগ্ন চেষ্টা
মাথা হেঁট করে ফিরে যাবে, একদিন, অবশেষে
জলার পাশে পোষা কুকুরের মৃতদেহ
ছিঁড়ে খাবে ভয়াল শকুন
আর পত্রকার বাবুগণ মৃত কুকুরের সাক্ষাৎকার নিয়ে
লিখে ফেলবেন দু' চার কলম টাটকা খবর
এইভাবে সমাপতিত কিছু ঘন মুহূর্তকে ঠেলা হবে
গ্রিনরুমের গভীর কুয়োয়...
আমার চশমাটা গেলো যে কোথায়...
কই হলে
টুকরো হওয়া কথার মিছিল, পাশে হাঁটি তার
আমরা নিজেরা আর কথা বলি না,
যেন সব তারা নিভে গেছে, একেবারে—
উত্তেজক কথাগুলিও জোলো দুধ, খাদ্যগুণ নেই
এমন বাসরে কেউ একা ফেলে যায়!
দলছুট হাতি হয়ে একা ঘুরি—এ পথ সে পথ
আমরা নিজেরা আর কথা বলি না,
যেন সব তারা নিভে গেছে, একেবারে—
উত্তেজক কথাগুলিও জোলো দুধ, খাদ্যগুণ নেই
এমন বাসরে কেউ একা ফেলে যায়!
দলছুট হাতি হয়ে একা ঘুরি—এ পথ সে পথ
পাতা ছিঁড়ে খাই, নিরাপদ নই কোন মতে
দলে আর নেবে না আমায়
কই হলে ঝাঁকে ফেরা কত না সহজ হয়ে যায়...
দলে আর নেবে না আমায়
কই হলে ঝাঁকে ফেরা কত না সহজ হয়ে যায়...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন