কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

মাধব মন্ডল




রক্ত ১

এখানে তো এত রক্ত ঝরার কথাই নয়
তবুও
এত হিংসা এতগুলি
ভূত্বক আর কত ভাগাভাগি হবে!
যৌনতায় মোড়া রাংতাগুলো
কী সশব্দ কী হল্লায়
পণ্য হয় আর
বিদ্যাধরীর চর হাটে ঘোরে।
এত রক্ত এত রক্ত
কলিঙ্গও খায়নি এত
মা গো দাবি আদায়ে এত হাঁটে!
তোর রক্তমাখা পা’ও হয় পণ্য।
এখানে তো এত রক্ত ঝরার কথাই নয়
তবুও...
এত বুদ্ধ এত গান্ধী এত অনশন
সব ক্ষুধার্ত প্রেত হাসি হাসে।

রক্ত ২

কালের মধ্যে কাল বসে
রক্ত মাখ মাখাও রক্ত
ও তো বাঁশিতে অস্ত্র সুর তোলে
কাল যে বদলার গোলাপ
ক্ষমাহীন গোলাপ!!
বদল আর বদলার ধারাপাতে
দুব্বোরা জল খায় এক নিঃশ্বাসে
কালো গাই আজও যায় মাঠে
ঘাস ফড়িং আজও ডাকে ব্যাঙ
ফাগুনের আগুন ছেঁড়ে কাক আর কাকিনী।
রক্ত আর রক্ত
অজস্র বমির মধ্যে
মাতৃ সদনে সদনে ওঁয়াও ওঁয়াও
প্লেটো কি ফিরে ফিরে আসে
কিংবা গ্যালিলিও!

রক্ত ৩

অনেকটা ফুটলে ফুল 
কয়েকটা ধরে ফল
 
অনেকটা রক্তের ভুল
 
একটা যিশুও পায় না জল!
অনেকটা শস্য হলে
কয়েকটা চিন্তা যায় চলে
অনেকটা রক্ত এলেও কোলে
একটাও বুদ্ধ কেউ কি আর হলে!
অনেকগুলো রাস্তায় হাঁটলে
কয়েকটা বাড়ি হাতের মুঠোয়
অনেকগুলো স্থিরতা কাটলে
সব চাওয়া পাওয়া থমকে গুটোয়!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন