দৃশ্য
বর্ণমালা অনশন ভাঙে খেলনায়।
হাতে প্লাস্টার নিয়ে
ঘুমানো জানালা।
এই মূর্তি কার জন্য সূর্যমুখী?
ঘরভর্তি সিগারেট মদ আর পুরুষমানুষ।
আশি নম্বর মাথায় খেলছে জীবন,
জ্বলন্ত বাদামি সেমিজ।
কোমরের যাই যাই আহ্লাদ।
অনুবাদে সঠিক লহমা।
ভালোমানুষ
বর্ষাতি
কেমন হেলান দেওয়া।
পাহাড় ও ফায়ারপ্লেসে আমি সামান্য
চাঁদ।
গেমপ্ল্যান
ট্রাপিজ খেলতে খেলতে ওই খোলামখুচি।
ভাঙা আরশিতে
আমি
একজন গাছ।
পাজামা খুলে দাঁড়িয়ে আছে মৃত্যু।
সন্ধ্যেবেলা – কুমির তোর জলকে
নেমেছি –
খেলে বাসের কন্ডাক্টর।
খেলে গুগুলের খুলে রাখা চোখ।
সময় তার সময় হলেই বারান্দায়
বসে
দেখবে।
সকাল থেকে
মুখোশ হারিয়ে,
একটানা কেঁদে চলেছে ভেঙে পড়া মৃত্যু।
ভাল লেগেছে কবিতা--গভীর ভাবনাগুলি ভাবতে শিখায়--
উত্তরমুছুন