কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

সুমন মল্লিক

বিরহ পরবর্তী এপিসোড – ১

স্বপ্নের সলিল সমাধি৷ কোহলীয়া হ্রদের অতলে তাৎক্ষণিক বিস্মৃতির ক্যাসকেড৷ বেশ কিছু ম্যাজিক মোমেন্ট ঘড়ির কাঁটায় ঝড় তুলে মিলিয়ে যায়৷ মিলিয়ে যায় না শুধু ঋতু পরিবর্তন, আগ্নেয় উল্লাস আর অন্ধকার ঘেরা কিছু জংলি কারুকাজ৷



বিরহ পরবর্তী এপিসোড – ২

কমোডকবরে ছুঁড়ে ফেলি বাহান্নকোটি মৃত্যু৷ ট্র্যাকচেঞ্জ কাম্য; অলীকই থাকে৷ হস্তশৌখিনতায় উঁকি দেয় দু’ফালি মায়া-চাঁদ৷ হুইসকির গ্লাসে নরম লেবুঠোঁট৷ পালাই কাহাতক্! পুনর্জন্ম চাই কিংবা ছাইচাপা পারলৌকিক নির্বাসন৷ 



বিরহ পরবর্তী এপিসোড – ৩

নিম্নচাপ, উচ্চচাপ, পার্শ্বচাপ মিলেমিশে একাকার হয়৷ ফুটপাত হাভানায় মগ্নদোষগুলো উবে যায়৷ ফুতুর পকেটে অপূর্ণতার অমাবস্যা৷ এখন রক্তে ছোটে acrophobia-র হাঙর৷ এখন সব কিছুই সতেজতা হারিয়ে যেন moribund us


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন