কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

নভেরা হোসেন

দেওদীন

()

তোমাকে তুমি বলা যায়
তোমাকে তুমি বলা যায় না
এক ঝাঁক টিয়া আকাশে ডানা মেলছে
ঠা-ঠা ঘরে সারি সারি বরফের সত্মূপ

লাল এবং কফি রঙ আকাশের সানুদেশে
এখানে একজন বাতাসের ঢেউ
এখানে একজন নৌকার ছৈ
কেউ কাউকে স্পর্শ করেনি
তবু নরম ঠোট ছুঁয়েছে নাভিমূল
তেত্রিশ কোটি দেবতার ত্রিশূল তোমার চোখে
হাওরের গহ্বর, উন্মুক্ত তলোয়ার!
হেন মরুভূমির দেশে
কেন অকারণ জেগে ওঠো  ইট-কাঠ?
আমার পাঁজরের অসি'-
সকল বিরতিহীন ফিরতি ট্রেন?
কেন এক নামে বার বার ডাকো বহুজনে?
আদিম পুরাণের মাতৃগর্ভে যা কিছু ছিল ভস্ম
তার স্পর্শে রাত্রি জেগে ওঠে
এ আমার নিদারুণ পুষ্পময় ভ্রমণ তোমাতে...

()

ইট-কাঠের স্বপ্নে বিভোর হয়ে
জ্বলজ্যান্ত আগ্নেয়গিরির দেখা
মহুয়ার বনে শত শত সর্পগন্ধা
ইস্কাবনের বিবি
তুমি সাপ এবং ময়ূর হয়ে এলে আমার ঘরে
বিছানায় সূর্যমুখী টানটান শুয়ে থাকে
সময়ের চক্রযান
সেই যানে চড়ে তুমি হও উদগত
আমি অলঙ্কার তোমার-
দেওদীন ভরা বর্ষায় কদমের দেখা নেই
তুমি এক উন্মুক্ত তলোয়ার
কেটে টুকরো করো
নি:শ্বাস বন্ধ হওয়া
ফুলের পাপড়িকে
গর্ভকেশর ছাড়িয়ে
অচেনা সব পথ-ঘাট
হারানোর হাতছানি
তুমি তবু আলো মুখ করে
বসে থাকো জলের দ্রাঘিমায়...

()

তুমি এক দেওদীন
কারবেলের আধারে, চারদিকে শুনশান
প্রাচীরের গায়ে শ্যাওলার সত্মূপ
আকাশমণিতে ছেয়ে গেছে চূড়া
তোমার বুকের মধ্যে ঘুমন্ত ড্রাগন
বাইবেলে বর্ণিত জাদুকরের লাঠি
ছুঁয়ে আছে দু'চোখ-
দেওদীন খুলে ফেলো পোশাকের আবরণ
শরীর থেকে গম রঙের ত্বক
ভেতরে জ্বলছে সাতটি তারার তিমির
তুমি চোখ খোলো
হাতে নাও ধারালো তলোয়ার
কেটে টুকরো করো সমাধির পর সমাধি
বাতাসে মকের গন্ধ
ইট-কাঠ, সুরকির সত্মূপ
দেওদীন তুমি পাখি হও
ছিঁড়ে ফেলো সবুজের আচ্ছাদন
গোপন কোনো অলঙ্কারের মতো
বেজে ওঠো নির্জন রাতে
নিজেরই শরীর হয়ে।

()

আকাশ ছেয়ে মেঘ জমেছে
তোমার বুকের মধ্যে মেঘের ছায়া
এই রাত, কালো কাঠের শরীর
মূর্তির মতো ঘিরে আছে
তুমি নীরব হয়ে শুয়ে থাকো
আমিও তোমার শয্যায়
দুজনের শরীর থেকে লালজল
মিশে যায় মোহনায়-
কত গাঙচিল, সোনালি ডানার চিল
কত পদ্ম, হিজলের না ফোটা কোরক
দেওদীন এই রাত শেষ হয়ে যাবে
তুমিও চলে যাবে সীমানার ঐপারে
কাঁটাতার গাঁথা আছে নিলয়ের মাঝখানে
দেওদীন তুমি ঘুমিয়ে থাকো
কাকাতুয়া, শালিখের আর্তনাদ
ছিঁড়ে খাও পাঁজরের হাড়
আকাশ ছেয়ে আছে কালো মেঘে
দরজায় তুমি, জানালায় র্ষেফুল
তোমার না জানা কথকতা বুকে বিঁধে আছে
দেওদীন আমাকে খুলে নাও তোমার ইপ্সিত জলে...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন