কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

পলাশকুমার পাল

খুন করো একবার
     
আর একবার খুন করো,
খুন ঠোঁটে নেব অন্তিম-শ্বাস-

সকল পথ কুয়াশা চাদর,
পৃথিবীটা না-বাঁচারই আশ্বাস-

আগুনও জ্বালাতে পারো,
ধোঁয়া হয়ে সাঁতরাব বাতাস-

বারুদের গন্ধ ভরছে ক্রমে,
লাশের উপর লাশ নাভিশ্বাস-

অক্সিজেন শূন্য এই পৃথিবী,
ফুসফুস দূষিত রক্ত মাস-

খুন হতে হতে আহত জীবন,
মরণ চাই, নেব অন্তিম শ্বাস-


সিগারেটের ছাই

সবটুকু খেয়ে ফিল্টার ফেলে রাখে
ভদ্র আঙুল
ভদ্র ঠোঁট।

তারপর ফুরফুরে গন্ধের চুম্বনে
ফুলশয্যা;
সঙ্গম শেষে বীর্যের স্খলনে
বোনে আগামীর বীজ...

অ্যাস্ট্রের ছাইয়ে সাদা ধবধবে অবশিষ্ট
পুড়ে যায় বারবার গনগনে ছাইয়ে...
জীবনের কথা, অনেক জীবন পোড়ে,
নেশাতুর হৃদয়ে ধোঁয়া ওড়ে

https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

চরকিতে আগুন ছুঁয়ে দাও
         
চরকিতে আগুন ছুঁয়ে দাও-

হৃদয় পোড়ে
বন্ বন্ ঘুরতে ঘুরতে...
উঠোন আলো

একলা চোখ জানালার ফ্রেম,
অন্ধকার আলো শুষে নিয়ে ব্যর্থ অহংকার
বারুদ পুড়ে গেলে
বারুদের গন্ধ হাওয়ায় বিলীন,
উল্কারা ছাই

চরকিতে আগুন ছুঁয়ে দাও-
আনন্দ ফুলঝুরি হয়...
চিত্রের পর চিত্ত মৃত্যু-অভিমানে,
অহংকার গলে ঝর্ণা...

ফ্রেমে মাথা ফ্রেম চোখ জানালাই;
দৃশ্য নিভে যায়



অশ্রুতে আঙুল ঢুবিয়ে
  

অশ্রুতে আঙুল ডুবিয়ে
হাজার হাজার প্রতিশ্রুতি মৃতপ্রবাহ,
অশ্রুতে আঙুল ডুবিয়ে
নির্বাক ভিড় পায়ে পায়ে হাঁটে...
রাতপথ শুনশান

গাড়ি ছুটে যায়,
গাছেতে পেঁচার ডাক,
আকাশে বিমান-

সূর্য নেই এখন সভ্যতায়,
দু-একটা সড়কবাতি টিম্ টিম্ জ্বলে...
ফুটপাথে উদ্বাস্তুরা ঘুমায়
অশ্রুতে আঙুল ডুবিয়ে

রাত ক্রমশ অতলে ডোবে...
প্রবাল অধরাই

1 কমেন্টস্: