কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

পৃথা রায়চৌধুরী

উপহার পিছুটান

তোমার সাথে কিছুক্ষণের ছায়া
রাজহংসী গরবিনী গ্রীবাভঙ্গিতে
চিবুক নেড়ে টইটই আঁকে, দেখে
ভরদুপুরেই মরে গেলি?

লজ্জাবকাশের সময় নেই,
দু' জোড়া ঠোঁটের খেলায়,
এই সেরেছে ব্রাত্য চাউনি;

জেব্রা ক্রসিং, পাল তুলে
গলে মেশে, দুই হাতে হাত
কোনো আইসক্রিম বিকেলে।

ফিরবে দ্বিতীয় জন্মের শর্তে
গেয়েছ আগন্তুক, নাড়ি ছিঁড়ে
শহর লাল সন্ধ্যে প্রসবকালে।

ট্রামলাইন সাঁতরে কিছু সুর
তুমি হয়ে এসো রন্ধ্রে রন্ধ্রে,
ছোবল বড় প্রিয় হয়ে জানান দেয়
ছিলাম, আছি
...থাকব

অসম্পূর্ণ স্কেচ পূর্ণতার লোভে
ফেলে আসা চৌমাথায়...
ছুঁয়ে যেও 


প্রত্নতাত্ত্বিক

ঘোরতর পোড়া কালে উল কাঁটায়
হাতভর্তি ঘাম জবজবানো,
বুলিয়ে যাওয়া
বেজন্মা নুন চাউনি।

ঝড়ের দাঁতে কখনো দপ
কখনো দাউ,
কি গো, এবার তবে ভাঙি?

কার্বনডাইঅক্সাইড লাল ঝোরা
মেঘের সাথে পায়চারি,
ঘুম সেখানে বাড়ি বাড়ি
হাহা হিহি...

বিশ্বাসঘাতক কার্বন ডেটিং
নবপল্লব প্রমাণে উন্মুখ মুহুর্মুহু
...মরা ছাপ সারি।


গন্তব্য

বসন্ত এগিয়েছে পলাশডাকেই
থমকে সেই কবেকার
অমলিন পাখি নামের তলায়
জ্যোৎস্না বাঁশি বিসর্জনে একা...
একা সাক্ষী!


সাক্ষ যায় গঙ্গায়
এক ডুব, ছোপ ছোপ
দুই ডুব, হালকা দাগী
তিন ডুব, কলঙ্ক কলঙ্ক
ফিরবি?

রাস্তার নাম, অমুক
নম্বর তমুক
ঠিকানা তুমি।




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন