কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

তাপসকিরণ রায়

পকেটমারি মাঠ

পকেটমারি মাঠে যখন মন চুরি গেল
তখন তুমি কিছুই বলতে পারনি!
আগুনের কাছে হাত রেখে দেখি জলজ ঘামের শরীর, 
প্রাণীজ খেয়েই বেঁচে থাকি সবাই, এ কথা বড় সত্য
আমরা চক্ষু মুদিয়া থাকি, অসম্ভব কথায়
চিল ছোঁ  মেরে গেলে আকাশে তাকাই
ব্যস্ততার ফাঁক নেই, তবু চীৎকারের জানান আছে,
তুমি চোখ মেলে তাকালেও নির্বাক কিছু গন্ধ,
না, তুমি না, ফুল তাকিয়ে থাকে তোমার দিকে।


দূরত্ব

চিরন্তন কিছু কথার মাঝে তবু ঘুমিয়ে পড়ি আমরা,
তেজস্বী মেধায় অলক্ষ্যে যে ফুল ফোটে,  
তাতে তোমাদেরই প্রবেশ দেখি--
চেত চৈতন্যের অবুঝে পড়ে থাকি আমরা!    
রক্ত মাখা হাত আড়াল করি, সুস্বাদু মাংসের টুকরোয়, 
পাখিরা শূন্যে উড়ে যায়। 
সূর্য আসলে অগ্নীতাল, দূরত্বের তারতম্যে বেঁচে থাকা 


কুটিল পান

বিকেল এলে গান গাই, প্রেমিকার কথা মনে পড়ে। 
গোধূলি বেলায় বুঝি চোখ মিলে ছিল তার চোখে!
অন্ধকারে আড়াল টানে যবনিকা, আবার অন্য নাটক
আসলে ভালোবাসা কিছু মানসিকতা, তাপের সৌহার্দে লাল হয়ে ওঠে। 
সবুজ পাতা দেখে আবার কচি হতে ইচ্ছে হয়!
মনন, তুমি তো ডুবে থাকএ শরীর কুটিল পান করে   


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন