কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

সোনালি বেগম

গুহা

বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়ে উদ্বেলিত এই রূপকথা
আকাশ কখনও নীল কখনও কালো কখনও হয় লাল
হিসেব-নিকেশ ক্ষুদ্র অভিমান সরিয়ে গঙ্গাধার
অহংকার ঝড়ের দাপট জাপটে ধরে হাত
মানুষ ক্ষুদ্র কখন হয়
আবর্তিত মশালের আগুন-দগ্ধ শরীর অনুসন্ধান
আসা-যাওয়া পাহাড়ি পথ নদীর স্রোতের বাঁকে
স্বপ্নময় জীবন তো চব্বিশ ঘন্টার গুণিতক
মাটির গোপন সূত্রে রাতের নক্ষত্রপুঞ্জ
সাংঘাতিক সংসারী হওয়ার বাসনা নেই কোনো
পবিত্র সন্ধ্যাদীপ ধোয়া তুলসিপাতার ছোঁয়ায়
ফালা ফালা শরীর রান্নার টেবিল ধারালো ছুরির তামাশা
ব্যবহৃত হয়ে খুন হতে হলো কত অসংখ্যবার!
ধ্যানস্থ হওয়ার চেষ্টায় রহস্যময় এ গুহা...


ছায়াপথ

মাতৃত্ব বাস্তবচিত্র পিতৃত্ব সমাজ জানতে চায়
পিতার খোঁজে ডি.এন.. টেস্ট জরুরি একটি দর্শন
মানব-মানবী গড়ে তোলে ভালোবাসার উপাখ্যান 
কার্ড টেডিবিয়ার ফুলের তোড়া সরগরম বাজারহাট
ভ্যালেন্টাইনস ডে উদযাপন জনপ্রিয় ক্রয়বিক্রয়
তানপুরা হাতে প্রশান্তির ছায়াপথ -
পণপ্রথার বিরুদ্ধে আওয়াজ একক শুভযাত্রা
পরিবার স্বভাবগত শারীরিক-মানসিক নির্যাতন
দীর্ঘ ক্লান্ত মেয়েবেলা গোলক-রণক্ষেত্র
ফিরে এসে পিতার গৃহে উচ্চারিত কন্ঠস্বর -
‘বধূ হয়ে আর জীবন নয়, এ কাজ পরিত্যাজ্য’ 
‘ছিঃ ছিঃ, এ মেয়ে বংশের কালি -
                      ফিরে যা নির্লজ্জ
বীজের পরতে শক্ত খোলায় রহস্য দাসত্ব বাঁচা... 


চড়াই-উতরাই

আকর্ষণ বিকর্ষণ একটি খেলা
পুণ্যসঞ্চয় কল্পনা বীজ মায়া মোহ তৃষ্ণা
ভগ্নস্তূপ পার্থিব শরীর প্রাচীন-নবীন বন্ধন
শক্তির খোঁজে হিমালয় অতীত বর্তমান ভবিষ্যৎ
শ্রীহীন পরিবার দূষিত ভাবনা শৈশব যৌবন বার্ধক্য
সত্য অসত্য সাধনভজন অলৌকিক স্তব্ধ মহাকাল
হাজার মানুষের মিলন দেখতে একঝলক রোদ উদাসী হাওয়া
পাতাঝরা দিন ভিন্ন সুর ভিন্নপথ চড়াই-উতরাই
অপূর্ব রং সম্পর্ক অন্য জগতের মজলিশ
রুপালি চাঁদ খন্ড মেঘ দেশ দেশান্তর
শ্যাওলা-ধরা বয়স জট-পাকানো প্রেমহীন ক্ষোভ হিংসা
হাজার বছরের জপতপ সুড়ঙ্গ কর্পূরের গন্ধ
চতুর্দিকে চাঁদের আলো হতদরিদ্র সংসার
সিদ্ধিলাভ মহাউৎসব ঘিরে সভ্য বাহুবল অপরাজিত


প্রকৃতি

রঙ্গমঞ্চে অভিনীত মহাকাল আর্থসামাজিক প্রতিপত্তি
ক্যারল গিল্লিগান-এর বই ‘ইন এ ডিফারেন্ট ভয়েস’
ছেলেবেলা মেয়েবেলা-র পাঠ অসমাপ্ত দিকনির্দেশ
শরীর-প্রকৃতি-পণ্য মেয়ে হয়ে ওঠার দারুণ দৃশ্যাবলি!
‘জেন্ডার ট্রাবল’ নারীবাদী দার্শনিক জুডিথ বাটলার। 
হরমোন থেরাপির অপার বিস্ময় মাতৃদুগ্ধ-সন্তান -  
প্রোল্যাকটিন ও অক্সিটোসিন প্রিয় পিটুইটারি গ্ল্যান্ড
প্রকৃতি-প্রেমে অভিভূত ক্রোমোজোম-প্যাটার্ন সজ্জা
জীবনবৃত্তে উন্মুক্ত মাঠ সুবিধাবাদীর হৈ চৈ
শিল্পসংস্কৃতির গহন সমুদ্রে ডুব দেয় পানকৌড়ি
রোমান্স-খেলায় মেতে ওঠে শুক্রাণু ডিম্বাণু
বিজয় সেরে আগামী প্রজন্ম উচ্ছ্বাস
সংগ্রাম আর সমতার কাছে নতজানু বাহুবল... 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন