কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

০৭) সৌমিত্র সেনগুপ্ত

অ্যাসাইলাম – ২৭

দূরত্বেও তোমার পরছাঁই
দিন ভাঙার শব্দে দু-চার পশলা আভাস
যেন ধ্বনিমাত্রার বদলে এখুনি জেগে উঠবে ঘুমশহর
নকাব সরিয়ে চোখ রাখবে নথনীর পাথরে
আকাশ স্যালাইনে

তোমাকেই বলছি...
চুমুকের জেবউন্নিসারা আজ পিপাসায়
পাতাদের সফট্‌ বীটে কিছুতেই থামছে না চশমার
মিনাকারী
‘আমি’ নামের শব্দরা

বাইরে এসো...
নাম-এ লীন চেতনার ফেজগুলো কেঁপে উঠবে এবার


অ্যাসাইলাম – ২৮

ফ্যালাসী থেকে ভিস্যুয়্যাল
দৃশ্যমান ভাষাগুলো অবান্তর হয়ে যাচ্ছে শহর পেরিয়ে
সমর্পনে এসো একবার
বলো পিসমিল আর ফিরে যাও না-বলায়
যেভাবে দাঁড়িয়ে আছ ওপার সুরজে
অহমিকায়

পহেলী
সোনালি পেরিয়ে আঁধার-ডিপ
ঝুমকা বাজুবন্ধ ... অ্যাস আউটলাইনড্‌

এভাবেই আবাসিক হয়ে উঠছে ভাঁজগুলো
সিল্যুট হয়ে উঠছে শহরহীন আড়ালে


অ্যাসাইলাম – ২৯

যেন মানুষ হয়ে উঠছো প্রতিদিন
সরিয়ে রাখা কথাদের নিয়ে যাচ্ছ গা সওয়া রোদ্দুরে
আঙ্গনা আঙ্গনার ঘরদোর
পিকনিক স্পট-এর আরামের জনান্তিক
একমনে অন্য জানালায়
পেরিফেরিয়্যাল

পুলোভার নীলে আজ তোমাকেই চিরায়ত
ছায়াহীন হতে যেটুকু বিষ
সঙ্গম ভুলে যেমন নির্নিমেষ
আমি অন্য ভূমিকায়

টেক ইট ডাউন কিউরেটর
ওই আনটিউনড্‌ থ্রব
ওই স্যাফায়ার ব্রু

ভেইন পরিসরেই থাকো কয়েক পল
দেখো তীরচিহ্নগুলি কীভাবে অনুভব হয়ে যাচ্ছে
                                            ‘মোল মার্ক’ ঠিকানায়

1 কমেন্টস্: