কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

০৩) আলতাফ হোসেন

রেললাইন

স্থির হও টও বলছে
প্রাজ্ঞ হও বলছে, সরারচরের গ্রামগুলি
তন্দ্রাচ্ছন্ন, পাশ ফিরছে
সব উন্মাদনা
একমাত্র আমারই
উঠে পড়ে অফুরন্ত রেললাইন দৌড়তে থাকবে
দিগন্তজোড়া আয়না
সরাইখানায় একটা কোনো
প্রেসিডেন্টও নেই যে বারণ করবে কৃষককে
বাদামের বীজ বপন কোরো না
শান্ত মনে

খুঁজে বেড়াবে ষষ্ঠরিপু
                       রাজশেখরে

পুকুরখেলা

তাদের জন্মদাতা-জন্মদাত্রীদের

টুয়েলভ পয়েন্ট মুক্তাদানাগুলি

আর
চিনবে না
সাক্ষ্য দেবে না
চোখ
বুজতে চাইবে
একটু বা ফেলতে পানি
ওদেরই তো নিয়ে
জাল
ফেলবে ভেবেছিল
সব
গোটানোই ছিল
হস্তপদ
সর্বাঙ্গ সর্বাঙ্গ
এমন-কী
যৌনপুষ্প
অপ্রস্ফুটিত...


অল সর্টস

হাতে ধরে বোঝাবার ইচ্ছা শুধু হয় কেন হয়
আসমানের তারাদের হাওয়াদের পাখিদের
উল্টোপিঠও ভীষণ ঝাপসা...


পল্লীগান

আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এ মুহূর্তে সংযোগ দেওয়া
সম্ভব হচ্ছে না

অনেক মুহূর্ত গেল, অনেকের থেকে বেশি মুহূর্ত গেল,
বলছে,
বলেই চলেছে, আপনার...

বলছে না,
অনেক হয়েছে, শালা
ফোট্‌


1 কমেন্টস্: