কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

২২) বিশ্বজিৎ

ব্যাপক... হতে...

পরিচিত বাতাস থেকে
যে অক্ষমতা ঝরে পড়ছে...
তুমি তার নাম দিলে ঝাড়খাওয়া
মরশুম। কিছুই মিললো না, হয়তো সব
মিলে গেল... এই ব্যাপকতার ফাঁকে সে
অনাবশ্যক পাইপগান ঢুকে গেল...
তার শব্দ পকেটে নিয়ে পার হয়ে গেল
কত মহড়া, কত সাবলীল ক্যাম্প

বালি সরে গেল।
তবুও সিমেন্ট লাগলো না...



আড়াল, ও

কখনও বলা যায় না
কোনো এক না বলা শব্দের...
লুকোনো ক্ষতের অরণ্য। ঘা মারে,
দিনরাত ঘা মারে সম্প্রচারের আশায়
সরিয়ে রাখা ভোরের চিন্তায়...
আরও অস্ত্র আরও পরামর্শের সমাহার

কোনো বিলাস নেই।
তবুও মজ্জার গায়ে মহাজল...
আরও মেঘের চমৎকার... 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন