কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

২৩) ভাস্বতী গোস্বামী

টেরাস - ১

দিন বড় হলে বলতে শেখে
লোকালের জেগে ওঠা ঝাঁঝালো রমণ
উড়ে যায় ওবেলার ভাত
তীক্ষ্ণ কোদাল
হুলের ফাঁসে
তুলে রাখা তিন সাত ছয়
তেলো ঘষি
আহা বৃষ্টিতালু
দিনের প্রথম পা ঢাকা


টেরাস - ২

ঘরগুলো ভারী চাঁদ হয়েছে
এবার মুজ্‌রো, বসাই
চাঁদ পিষে ফেলে দিই ছাঁকনির আলো
মুহব্বতী ব্লেডের
এই তো প্রথম
সবুজ ঠোঁটের কিন্তু পলাশ
কাঁটাতেও স্মুদ
রাতদিন ফেলে ফেলে একেকটা তিহার
ঘর বেড়ে যায়
সাবালক পর্দায় আজ দু’হাত মাশুকা


টেরাস – ৩

ছিপির শব্দে টি-শার্ট বোতাম
উড়নখটোলা
ঝিম্ ঝিম্ টাচ্
ঝরে পড়ছে আলতো দেহাত
পায়ের ফর্সা জুড়ে বিছানা ছিল
পাখিজ্বর
বেঁটে বেঁটে চাঁদগুলো গাছ মঙ্গল
পায়ের তেলোতে সন্ধে লেগেছে
জন্মদিন বুক করি
গড়িয়ে পড়া আদর ঘরবাড়ি হয়ে যায়


টেরাস – ৪


আমার শহর থেকে তোমার শহরে লাফিয়ে পড়ার আগে একটা বারান্দা জরুরী ছিল। টবগাছ। ছড়ানো আঙুলে কবিতা র আলো মাখানো দু’দিক। একটা চাঁদের দোকান। চৌকিদারী হুঁশ। ম্যাঁয় তুম্ পর্
এক শহর থেকে আরেক শহরের আগেই সব ব্যালকনি। জল বাড়ে। ছাড়া জলে চাপ। পায়ে পায়ে ম্যুরাল গাও। শুধু একটা ঘুম পেরোনোর আগে।


টেরাস – ৫

হাত ধরে আলোকে নিচে নামিয়ে আনি
আর তারাদের খিলখিল ঝরে যায়
ওরা সবাই এখন প্রজাপতি ঘরদোরের গল্প করছে
সুলুকসন্ধান নিচ্ছে মাঠ বৃষ্টির
কবিতা দুটোকে মলাটে পাঠাই বেসুরে পাঠাই
ভালো থাকুক ওরা আলো শিখুক
মৌসুমী কালারে চুপিচুপি উইকেট পেরিয়ে যাবো
একবার
দুরন্ত জার্সিতে অন্তত আকাশ

2 কমেন্টস্: