কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

১১) অনুপম মুখোপাধ্যায়

নোংরা গন্ধ


গন্ধটাকে শব্দ করে ঠোঁটে আনলেই
চোরের ভুবন নাকে ভেঙে পড়ছে

অথবা

মৃদুতা
শুদ্ধ একটা ন্যাপকিনের ভাষায়

অন্য কারও নাক ছেড়ে ঢুকে পড়তে চাইছে

মালিক

আধোয়া গুদ ছুঁয়ে গন্ধ হতে চাইছে




বিবিজান, এবং রাত্রের খাবার


আর সেই রাত্রের খাবার
দিতে হচ্ছে
প্রার্থনার একেবারে কাছে

হাঁড়ি
বিরিয়ানি
আমাদের সর্বজনীন প্রধান পাচকটি

দিনের চেয়ে দিনের হাঁড়ি
অনেক অনেক
বিরাট হয়ে উঠছে

বিবিজান এমন কিছু দানবের কথা
আমাদের
গল্প করে বলছেন

রন্ধনপ্রিয় দানব

আঙুল নয়
নোখ দিয়ে টোকা মারছে
ভয়ের কেশরে

আ স্তে আ স্তে আ স্তে




কাচের ওদিকে দুপুরের রাস্তা



বৃষ্টিতে ছাতা লাগছে রোদ্দুরেও লাগছে
ওদের
ছাতার আড়াল খেয়ে
রোদ্দুরের বৃষ্টিখোঁচা লাগছে

প থ চ ল তি শ রী র গু লো
লম্বা হচ্ছে

জানালার কাচে লাগা বিয়ারের রঙ
এই
মৃদুর অবকাশে
সুরা হয়ে থাকছে

কাঁপছে কাঁপছে কাঁপছে
কাচের মরীচিকা
আগুনের লাল আর ঘনত্বের নীলে
প থ চ ল তি
সকলকে

দু-ফাঁক করে দিচ্ছে

1 কমেন্টস্:

  1. আধোয়া গুদ ছোঁয়া গন্ধ হতে চাওয়া, বা ভয়ের কেশরে মৃদু টোকা, বাঃ বাঃ, একেবারে নতুন এই প্রসঙ্গ কিভাবে কবিতা হয়ে উঠতে পারে ---- অনুপমের এই বিপ্লব বহুদূর যাবে। এই সাহস আমার ভাল লেগেছে। সব রকমের জড়তা থেকে মুক্ত হোক বাংলা কবিতা।

    উত্তরমুছুন