কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

১৫) সাঁঝবাতি

জোকার

“মেরি তুমারি দরমিয়ামে যো বাতে হুই নেহি হ্যায়
কভি দুয়ামে কভি জুবাপে, কেউ তুমনে কহি নহি হ্যায়...”

আয়নায় ফেলে যাচ্ছে পুরনো চাঁদের ছায়া।

ছায়ায় নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা।

আসেপাশে এতগুলো আয়না
আমি মধ্যিখানে নিজেকে ভেঙিয়ে চলেছি।

যুক্তাক্ষর ছাড়া জোড়ার কোনো চিহ্ন থাকে না।

প্রেমের ‘র’ফলা পোঁদ হয়ে হাসতে থাকে আমার দিকে চেয়ে।


গতি


পাপের জলে গাহন
অবচেতনে
তোর কথা ভাবলে
আমার তাকিয়ে থাকা ঠায় নিস্তব্ধতায় একটা পাতা ঝরে গ্যালো...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন