কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

২৫) জয়শী

বিশেষ দিন

আজকের দিনটা এত ধূসর কেন?
তবে কি আমি মুছে যাচ্ছি!

আজকের দিনটা এত কর্দমাক্ত কেন?
আমি কি পিছলে যাচ্ছি!

আজকের দিনটা এত বিবর্ণ কেন?
রঙের শেষ কণাটাও উড়ে গেল নাকি!

বেশ!
ধোঁয়াশা পিচ্ছিলতা বিবর্ণতা --
সব কিছু জড়িয়ে সহমরণে চললাম
তোমার স্মৃতির সাথে!

পাড়া প্রতিবেশীরা বলল
আহা! অভাগী আগুন-শুদ্ধ হলো
ফিরে বাঁচার জন্য।


কৃষ্ণত্ব


কৃষ্ণের মতো একশ আট নাম না পেলেও
বত্রিশটা নাম ছিল আমার
কেউ এক গভীর ভালোবাসায়
নিত্য নতুন সম্বোধনে সাজাতো আমায়।

প্রেমের অহংকারে
বসে গেলাম নামের মালা গাঁথতে
প্রতিজ্ঞা করেছিল সে
পূর্ণ হবো একশ আটেতে

ধীরে ধীরে সময়ের স্রোতে
প্রেমের দিক্‌ভ্রান্তিতে
ধুলোপড়া অসম্পূর্ণ মালায়
কৃষ্ণত্ব পাওয়া হলো না আমার।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন