কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

২৬) পাঞ্চালী সীন্‌হা

ফাঁদ

শীতলতা ও মাকড়সা
দুটোই কেমন
ধূসর জাল
আর পোকাটিও কখন
বিছানো জালে
হাঁসফাঁস।

জলজন্ম

বুক জলে মেঘ
জলের ভেতর হারানো সাজগোছ
কোলাহল ও হাঁসেরা চলে গেছে
অবেলায় ফেরে না রোদ
মেঘের জলজন্ম
কেবল খসে পড়া।

শব্দ

কিছু শব্দ

নদীর গভীর
ঘর
ও ঘরের বাহির
এ সবই পাওয়া
এরপর পথ বদল।

শ্বাসমূল

এক গর্ভ থেকে আরেক
গর্ভবিচ্যুতি চাই
সুন্দরী গাছের বেঁচে থাকা
অসুখটা বড্ড ভাবায়।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন