এই প্রেম- সেই প্রেম
হাত ছোঁয়াতেই ভালোবাসা!
ইচ্ছে ভাষা-স্বপ্নে আসা; তুই
নেশার রাতে; বিদেশ শরীর,
ন্যাংটো ঠোঁট ছুঁই!
প্রেমিকা তার মায়ের মতো
প্রেমিক মানেই বাবা,
ভার্চুয়ালি প্রেম করেছে
রাত বিছানায় থাবা!
এই গলিটা সেই গলি না
ওই গলিটা ভালো!
রাস্তা চেনার, রাস্তা পথের;
রাস্তা দু’পার, কালো!
গাণিতিক সূত্র ...
পাঁচ লাইনের প্রচ্ছদে আমাকে খেপিয়ে তুলেছ তুমি,
প্রতি অক্ষরে উপহার দিয়েছ,
প্রিয় বইপাড়া, বাংলা অ্যাকাডেমি, নন্দন চত্বর-
বিকেল চিঠিতে ঝড়ের খেয়া পাল তুলে পালিয়েছে,
মহাসমুদ্র ঘাঁটিতে;
যে তিমিরের গভীরে হাতের আঙুলে
দশ বছরের সহস্র কোটি মালা পরালে
আদরের আড়াল থেকে
তাকে ছুঁয়েই এক মহাকাল পেড়িয়ে এসেছি।
গত যুগে স্রষ্টা ছিলাম আমরা,
এযুগে মানব মানবী সমন্বয়-
সৃষ্টির তাগিদে সমস্ত সমীকরণ মেলানো
সূত্র বিচ্ছিন্ন তাগিদ-
হিসেব মেলে না বলেই,
অঙ্কখাতা আর জীবনের ফারাক
নিঃশ্বাসের দেয়ালে দেওয়ালে।
তোমার জন্মের দাগ
শুকোয়নি যে এখনও!
হাত ছোঁয়াতেই ভালোবাসা!
ইচ্ছে ভাষা-স্বপ্নে আসা; তুই
নেশার রাতে; বিদেশ শরীর,
ন্যাংটো ঠোঁট ছুঁই!
প্রেমিকা তার মায়ের মতো
প্রেমিক মানেই বাবা,
ভার্চুয়ালি প্রেম করেছে
রাত বিছানায় থাবা!
এই গলিটা সেই গলি না
ওই গলিটা ভালো!
রাস্তা চেনার, রাস্তা পথের;
রাস্তা দু’পার, কালো!
গাণিতিক সূত্র ...
পাঁচ লাইনের প্রচ্ছদে আমাকে খেপিয়ে তুলেছ তুমি,
প্রতি অক্ষরে উপহার দিয়েছ,
প্রিয় বইপাড়া, বাংলা অ্যাকাডেমি, নন্দন চত্বর-
বিকেল চিঠিতে ঝড়ের খেয়া পাল তুলে পালিয়েছে,
মহাসমুদ্র ঘাঁটিতে;
যে তিমিরের গভীরে হাতের আঙুলে
দশ বছরের সহস্র কোটি মালা পরালে
আদরের আড়াল থেকে
তাকে ছুঁয়েই এক মহাকাল পেড়িয়ে এসেছি।
গত যুগে স্রষ্টা ছিলাম আমরা,
এযুগে মানব মানবী সমন্বয়-
সৃষ্টির তাগিদে সমস্ত সমীকরণ মেলানো
সূত্র বিচ্ছিন্ন তাগিদ-
হিসেব মেলে না বলেই,
অঙ্কখাতা আর জীবনের ফারাক
নিঃশ্বাসের দেয়ালে দেওয়ালে।
তোমার জন্মের দাগ
শুকোয়নি যে এখনও!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন