কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

০৫ সুবীর সরকার

মেগাসিরিয়াল
সুবীর সরকার



(১)

মাছ মাংস খাই না
পরিবর্তে কফি ও
             শপিংমল
সিরিয়াল থেকে মাঠে নামছে
                             চাষিভাই


(২)

পানের পিক ছুঁড়ে ছুঁড়ে নোংরা
একটা হিমনির্জন বাড়ি
শিকারিকে প্রচুর খেলায় স্বাদু
                             জলের মাছ
বিজ্ঞপ্তি ছাড়াই কাঁকড়াবিছে


(৩)

অনেক দূরে চলে যাবো, আর ফিরবো না
পুরনো দিনের চশমায় বেশ দেখাবে
লক্ষ্য করেছো অদ্ভূত মিল!
আওয়াজ ভরা সেপ্টেম্বর। বাইরে খেতে
                                              যাই।


(৪)

একেবারে উদাসীন ছিলে
চাঁদ, চাঁদের মতো
খোলসা করি ব্যাকুলতা
কেমন হিজিবিজি হয়ে আছো

1 কমেন্টস্: