কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

০৯ সাম্য ভট্টাচার্য

সিনেমার ঘর
সাম্য ভট্টাচার্য



ফিল্ম অডিটোরিয়াম ভদকায়
হাসছে, খিস্তি, পিয়ানোয় বাজেয়াপ্ত আগুনে
বের হয়ে এল রাস্তায় বৃষ্টিতে বুলেটের চাদর গায়ে
চাকায় পিষে যেতে যেতে

Niel Young-এর Harvest হ্যাংওভারে
শূন্য হলঘর T.V-র সামনে আয়নায়
ফিরে যেতে পারছে না
এগিয়ে যাওয়া অসম্ভব
ব্লুজে আরো booze

`ঘুমোতে হবে’ ভাবছে
জেগে উঠছে অপস্বপ্নে Ferdinand-কে মঞ্চে দেখে
Malfi-র রাজকন্যার সাজে

নক্ষত্রের কালো নিজের চোখে
অন্ধ অ্যাকোয়ারিয়মে মৃত মাছ, ডুবুরি
ড্রাইফুডে ভাসা পর্যটন শতাব্দী
সিম্ফনি অনাগত হরপ্পা লিপিতে

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন