কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

২০ শর্মিষ্ঠা ঘোষ

পুনরুত্থান
শর্মিষ্ঠা ঘোষ



কিছু শুরু অজানিতে হয়েছে বলে
কিছু শেষ এইখানেই ভালো

আমি পুরনো দুঃখকে পট্টবস্ত্র পরিয়ে জনসমক্ষে আনি
কনে দেখা আলোয় ক্রমিক দুঃখরাও প্রলুব্ধ করে
আমার দুঃখরা যোগীবেশী উদাসীন ভেকধারী
সতত মেকওভার করা পুরুষ্টু বুক ঠোঁটের ডাঁশা ফাঁদ পাতে
আশা, তাতে পা দেবেন স্বয়ং পাথরও
পাথর অতঃপর উপগত হবেন দুঃখের চূড়ায়
পাথর সাহচর্যে গর্ভিণী হবে গোপনচারিণী শিলীভূত দুঃখ

কিছু পুনরুত্থান এভাবেও কল্পিত হয়
কিছু বাতিল প্রক্রিয়া এভাবেই...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন