কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

১৮ ঊষসী ভট্টাচার্য

আত্মজ
ঊষসী ভট্টাচার্য



শোনো আত্মজ,
তোমায় ডাকছি,
মৃত্যুর ভূস্বর্গ থেকে
এই ডাক তোমায় ফিরিয়ে আনবে,
মুছে যাওয়া
আহত ক্ষত
ব্যান্ডেজের তুলো
আর কিছু...
গলা, পচা, বাসি, টকে যাওয়া স্মৃতি!
আজ তোমায় ডাকছি।

স্ত্রীর আঁচলে বা
প্রেমিকার নগ্ন বাহুতে,
যেখানেই থাকো,
বেঁচে আছো, বলে দিয়ে যাও।

তোমার জন্মের দাগ
শুকোয়নি যে এখনও!



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন