কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

১০ দেবাশিস সাহা

ভ্রমণ
দেবাশিস সাহা



(১)
টাকাজন্ম ছাড়ালে না ছাড়ে

(২)
পথ মাপি
ফুরাতেই চাই না

(৩)
তিন ভাগ ঘর
এক ভাগ জানালা
মুখ আর মুখোশ একরূপ


(৪)
চশমার নিচে সমুদ্র
ফেনা ফেনা ভালোবাসা
পায়ের শব্দ পেলে
বুকের গভীরে তুমুল শীৎকার


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন