কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

০৭ সোনালি বেগম

খড়কুটো
সোনালি বেগম


পরিশ্রমী যন্ত্রমানবী ঘুরে বেড়ায়। অগ্নিদগ্ধ
নদীগর্ভ রাজপথ অবলম্বন করে। কঠোর
নিয়ন্ত্রণে নৃপতিশাসন। লাগামহীন ঝড় ও
গর্জন। ভুলত্রুটির দুঃখপ্রকাশ কখনো কখনো
মঠজীবন আঁকড়ে ধরতে চায়। নিঃস্ব হাত।
পণহীন মিলন-অনুষ্ঠানে চালাক পাথর-হৃদয়
লাভ-ক্ষতির হিসেব কষে। অর্থনৈতিক
স্বাধীনতার পাঁচালি পুনঃপ্রতিষ্ঠিত পৃষ্ঠায়
আকাশ আঁকতে চায়।

লুঠের সামগ্রী ঘিরে প্রজ্বলিত প্রদীপ
হাঁসফাঁস দামি শিকার শিকারির জালে
আত্মগোপন করে। সপাং সপাং চাবুকের
শব্দ কিছুটা বেমানান ঢংয়ে স্থান করে
নিলে মমতার খড়কুটো মুখে কপোত
কপোতী উড়ে যায় ---

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন