কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

১৭ সংগীতা বন্দ্যোপাধ্যায়

প্রেম – বিবাহ – বিচ্ছেদ
সংগীতা বন্দ্যোপাধ্যায়



প্রেম

বেশ জব্দ করেছি ভেবে মনে মনে হেসে উঠি যেই—
অমনি এক মুঠো ধুলো আচমকা উড়ে এসে
                              চোখেমুখে লেপ্টে গিয়ে বলে,
কথা দাও, চিরকাল আমায় কষ্ট দেবে ঠিক এভাবেই...



বিবাহ

পুরোহিত, মন্ত্রপাঠ অথবা সইসাবুদ
                                   কিছুই হয়নি, শুধু
আমরা কয়েকবার শয্যাভাগ করেছি একসাথে



বিচ্ছেদ


ছোট বড় কাঁটাদুটো বারোটার ঘরে পৌঁছে যাওয়ার ঠিক আগেই
ঘড়িটা বন্ধ হয়ে গেল...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন