কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

২২ মধুছন্দা মিত্র ঘোষ

এন. এইচ. ৩
মধুছন্দা মিত্র ঘোষ


(১)

পর্যটন আখ্যান চৌকাঠ ডিঙোতেই অনিবার্য শরণার্থী সবুজ সুবাস... বিছিয়ে আছে অলীক সড়ক চিহ্ন... পয়মন্ত দে-ছুট পাড়ি এন. এইচ. ৩... ‘খান্ডালা লোনাভালা’ যমজ শহর নিয়ে একলা হয়ে আছে পশ্চিমঘাট... এ পথে অনন্ত ভেসে যাওয়া, সুনসান... নীরবতা থমকে সপ্তাহান্তে ভিড় সফরে...



(২)


মৃদুভাষ আলাপের ইচ্ছে নিয়ে সমস্ত পদক্ষেপ... খরচ হয়ে যাচ্ছে আশ্চর্য সড়ক-সংসার, মেঘের ঠিক পেছনেই আরও কিছু সূর্যাস্ত নামানো মেঘ জমেছে... রাঙা হলো পর্যটন উৎসব... ছন্নমতি মেঘেরা সড়ক পথ ধরে, পাহাড় ঘেঁষে চলে গেল খান্ডালার পাড়ে... যাত্রাপথের কৌতূহলী চর্চায় গুনগুন, “আতি ক্যায়া খান্ডালা?”...



(৩)

দেশান্তরী ফিচেল মেঘ ও আকাশ সহ লোনাভালার পাহাড়ি ওম্‌... একই মসৃণতায় পশ্চিমঘাট... ছোট্ট অবকাশের আদল পাহাড়, শহরতলি... অস্ফূট কোলাহলে গোধূলি ছায়াময় সবুজ জেল্লা... গুঁড়ি গুঁড়ি পর্যটন কথারা আজ চটুল খুব...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন