কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

১১ আজম মাহমুদ

স্বপ্নগুলো তোমাকে ফেরৎ দেব
আজম মাহমুদ



আদ্যপান্ত ভেবে স্থির সিদ্ধান্ত হলো -- আমি কবি হতে পারিনি
একচুল। কারণ হিসাবে দাঁড় করতে পারি -- কবি হলে
তোমাকে পাওয়া হতো আরও সহজ। কবি হলে আরও সহজে
ভুলে যেতে পারতাম তোমাকে না পাওয়ার লাল-নীল করুণ
কষ্টগুলো। ভেবে ভেবে শেষে ভাবনাটা যেখানে থামে--
তার নাম সিদ্ধান্তপর্ব। সেখানে কবি নামে আমার কোনো নেমপ্লেট নেই।
আমি বড় নিয়মানুবর্তিক আর সভ্যতার
শৃঙ্খলে আষ্টেপৃষ্ঠে বাঁধা আমার দৃশ্য ও অদৃশ্য শরীর।
আমি সব কিছু হতে পেরেছি -- শুধু কবি হতে পারিনি আজও।
ভাবছি স্বপ্নগুলো তোমাকে ফেরৎ দেব। কবি হয়ে পুনর্জন্ম
হলে তোমাকে দখল নেওয়ার সাহস করবো আবার।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন