কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

১৪ সৈকত ঘোষ

চার আঙুলে রূপকথা
সৈকত ঘোষ



(১)
হাত ভর্তি কাচের চুড়িতে নিজের প্রতিবিম্ব
অনেকটা দেওয়াল লিখনের মতো

কখনো কখনো শরীরে আগুন খুঁজলে
হ্যাজাকের আলোয় চকচক করে ক্ষত

আমি জাতিস্বর হলে
তোমার নারীত্বে ভাসিয়ে দিতাম
একটুকরো ঘুমের ট্যাবলেট
যে ট্যাবলেটের সাথে পিল মিশলে
ভিজ্যুয়াল এক্সপ্ল্যানেশনে
ফ্রি-পাওয়া দশমীর রাত

স্বভাবতই নো কমেন্টস!

(২)
ব্রা-এর স্ট্র্যাপ অনেকটা দেশলাইয়ের মতো
ব্রেকফেল মানেই
আগুন আগুন...


মাপা অভিসন্ধি বালিশ-চাদর ডিঙিয়ে
রেটিনা থেকে রেটিনা

আকর্ষণের কেন্দ্রবিন্দু বরাবর এপাশ ওপাশ
তরতাজা শরীর ভরে নিলাম
এ এক আশ্চর্য কলা
লক্ষ-কোটি নিউট্রিনো
স্তন থেকে স্তনে রাত্রিভাষা খোঁজে

তোমার সাথে একটু অন্ধকার
শোব বলে জামা জুতো খুলি...

(৩)
তোর বুকে হাত রাখলে
শরীরের কক্ষপথ প্রায় সাড়ে উনিশ ডিগ্রি সরে যায়

ইদানীং তেষ্টা পেলে আমি বাথরুমে যাই
আমার হাঁ-এর ভেতর
তেত্রিশ কোটি নদী...

দীও শুকিয়ে যায়
তোর নাতিশীতোষ্ণ নাভি
অনেক জলবায়ু বদলের সাক্ষী|

(৪)
সিজিন ওয়াইস এখানে সব বিক্রি হয়
৫০% ফ্ল্যাট ডিসকাউন্ট-এ
ইকির-মিকির একটা স্মার্ট ক্লিক


রের চিরুনি, এবনাইট দন্ড
এক্সট্রা ডটেড তুতেনখামেন
উভলিঙ্গ মাছ নিজেই নিজের ক্লোন বানায়
ক্লিপ আর্টে অনুলোম-বিলোম

নিজেকে গুটিযে নিলে
দেওয়ালে 'স্টিক নো বিলস্‌' শিকারী চাঁদ
পায়েজামার অন্ধকারে মিসিসিপি - মিসৌরি
তোমার অষ্টম গর্ভে ব্লুহেভেন
এক গুচ্ছ টিউলিপ ফুল


স্টপগ্যাপে ইফতার পার্টি চলে
বাঘ ও গরু বৈদিক যুগ থেকে একটি আন্তরিক সম্পর্ক,

ব্যতিক্রম?

(৫)
নীল তিমির দেশে
অন্ধকার থাকে

শরীরে জোনাকি নামলে
সব অন্ধকার ছাতিম গাছ হয়ে যায়...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন