কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

০৩ আশরাফুল কবীর

কুজ্ঝটিকায় জেগে ওঠা বসন্তআখ্যান...
আশরাফুল কবীর



শেষরাত্র্রিতে এখানেই শীত পালিয়েছিল বসন্তের খোঁজে
গুটিয়ে নিয়েছিল তার স্বল্পায়ু-আবাস,
পেছনে ফেলে রেখে গিয়েছিলো--
একদা জোৎস্না-প্লাবনে ভেসে যাওয়া
কিছু অপেক্ষমান খোলা-জানালা।

দ্রুতগামী উপকূল-এক্সপ্রেস ট্রেনের মতোই
স্ব-শব্দে গতিময় হয়েছিলো সে,
একে একে পেরিয়েছিল স্বপ্নালোকের টান টান পরিধি
ভিড়জমানো ছায়া-প্রচ্ছায়ার যুগলবন্দি।

আরো পেরিয়েছিলো--
গহীন রাতে থেকে থেকে কম্পিত হওয়া
কোনো এক চন্দ্রাহত ডাহুকীর অনালোকিত অন্দর
পোর্ট-অফ-স্পেন, ত্রিনিদাদ-ট্যোবাগো কিংবা
নাম না জানা, অচেনা কোনো বন্দর।

পড়ন্ত বিকেলে বেলাভূমিতে খুঁজে ফিরছিলো সে--
কাঁসর-ঘণ্টায় মুখরিত কোনো এক শুকতারার টান
দিনাবসানের ধূম্রজালে আটকে পড়া শেষ রোদটুকু,
তুলির আঁচড়ে ভর করা কোনো সকরুণ মুখের সন্ধান করছিলো
প্রতিকৃতি-বিহীন কোনো বিমূর্ত ক্যানভাসে,
হা-হুতাশ দীর্ঘশ্বাসে, আড়ালে আবডালে
যার ছিটেফোঁটা এখনো লজ্জাশীলা হয়ে ভাসে।

এখনো ঝড় বয়ে যায়,
শোঁ শোঁ শব্দে এখনো ঝরে পড়ে কিছু অব্যক্ত কথামালা
বসন্ত প্রতীক্ষায় এখনো উড়ে চলে কিছু সজল বুনোহাঁস
চন্দ্রবীণায় সাঁতরে চলে আরো কিছু দুরন্ত কাকতাড়ুয়া
খোলা-জানালা অভিমুখে--
বসন্ত-আখ্যানে এখনো প্রতীক্ষিতরা
যেখানে জ্বলে, পুড়ে, মরে ধুঁকে।

5 কমেন্টস্:

  1. অনেক একটি সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্যে ধন্যবাদ কবি। কালিমাটি সম্পাদনা ভাল হচ্ছে বটে!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় তাহমিদুর রহমান, আশা রাখি আরো পরিশীলিত হবে পত্রিকাটি দিনে দিনে, ভালো থাকুন।

      মুছুন
  2. নৈসর্গিক সৌন্দর্য্যের কবি, আশরাফুল কবীরের কবিতা এখানে দেখে ভালো লাগছে । একজন সাহিত্য প্রেমিক স্বভাব কবি তার আপন অনুভবগুলো সুনিপুণ ভাবে তুলে আনেন আর সমৃদ্ধ করেন তার রত্ন ভান্ডার । তার অনেক রত্নের মধ্যে এরকম একটু রত্ন এখানে দেখে ভালো লাগছে ।

    কালিমাটিতে ভালো লাগা । অনেক সুন্দর কিছু লেখার সমাহার যেন দেখতে পেলাম ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

      মুছুন
    2. অনেক দারুনভাবে বলেছেন সুপ্রিয় অপু..অনেক অনেক ভালবাসা জানবেন..ভালো থাকুন সবসময়, এ প্রত্যাশা

      মুছুন