কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

২৪ সুমিতরঞ্জন দাস

শূন্যোদ্যান
সুমিতরঞ্জন দাস


একটা সিগারেট, নিঃসঙ্গ কয়েকটা মুহূর্ত
আর দূরে চলে যাওয়া রেললাইন…
এরা সবাই
              একদিন আমার সাথী ছিল।

শেষ হয়ে যাবার আগেই
                                বলে গেল –
তুমি তো উভচর নও
শরীরে তোমার আঁশ নেই
করোটিতেও লেখা নেই কোনো ইতিহাস
শুধু মণিবন্ধেই লেখা হোক তোমার পরিচয়।

তারপর...

ছাই হয়ে ঝরে পড়ার অপেক্ষায়
বসে রইল অ-না-দি-কা-ল ধরে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন