শূন্যোদ্যান
সুমিতরঞ্জন দাস
একটা সিগারেট, নিঃসঙ্গ কয়েকটা মুহূর্ত
আর দূরে চলে যাওয়া রেললাইন…
এরা সবাই
একদিন আমার সাথী ছিল।
শেষ হয়ে যাবার আগেই
বলে গেল –
তুমি তো উভচর নও
শরীরে তোমার আঁশ নেই
করোটিতেও লেখা নেই কোনো ইতিহাস
শুধু মণিবন্ধেই লেখা হোক তোমার পরিচয়।
তারপর...
ছাই হয়ে ঝরে পড়ার অপেক্ষায়
বসে রইল অ-না-দি-কা-ল ধরে।
সুমিতরঞ্জন দাস
একটা সিগারেট, নিঃসঙ্গ কয়েকটা মুহূর্ত
আর দূরে চলে যাওয়া রেললাইন…
এরা সবাই
একদিন আমার সাথী ছিল।
শেষ হয়ে যাবার আগেই
বলে গেল –
তুমি তো উভচর নও
শরীরে তোমার আঁশ নেই
করোটিতেও লেখা নেই কোনো ইতিহাস
শুধু মণিবন্ধেই লেখা হোক তোমার পরিচয়।
তারপর...
ছাই হয়ে ঝরে পড়ার অপেক্ষায়
বসে রইল অ-না-দি-কা-ল ধরে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন