কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

১৯ মামনি দত্ত

সংস্কারমূলক
মামনি দত্ত



কিন্তুগুলো পিষে আছে নির্মম,
গয়নাভাঙা রোদে লম্পটবাজ থইথই--
আমি বোতাম আড়ালে খুঁজি

আপ্রাণ খুঁজে চলি জোনাকি অন্তিম সঙ্গা--
ভিজে যায় ঊরুসন্ধি তবুও ট্যারেন্টুলার বিস্তৃত লেহন
ক্রমাগত ধাপ পাড় হয়ে হিসহিস

বন্ধ চোখ ছুরি কেটে নামিয়ে দিচ্ছে সংস্কার
শাঁখা, পলা, নোয়া, সিঁথি ভাসান,
অনেকখানি সহ্য দিয়ে বসন্তসেনানী--
ফাগুয়া থেকে খুলে খুলে আসে,
মারহাব্বা মেট্রোলাইফ তুইও
কোঁচকানো চাদর -- হেলদোলহীন। 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন