কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

কাজল সেন

তার নাম


নীল রঙ ছিলই অনেকটা
তার সাথে কালচে সবুজের এখন আপাত সহাবস্থান
একটা রাতপাখি উড়তে উড়তে
এভাবেই কখন কোনো এক অদিতির জানালায়
খুব বেশি কি হলো আতিথেয়তা
আন্তরিকতায় কোথাও লাগলো না তো টান সকাল সন্ধ্যায়
ঘুমপুর থেকে যে আসছে সে আছে কতই না দোটানায়
কিছুটা পরিশ্রুত জল একটা দরকারি বিছানা
বহুতলের ছায়ায় এক্কা দোক্কার ত্রৈমাসিক প্রতিযোগিতা

সম্মান সে পেয়েছে অনেক সম্মানিত আরও কেউ কেউ
গুছিয়ে থাকা বলতে গোছাতে চেয়েছে প্রয়োজনীয় সমাস
আর অযান্ত্রিক যাত্রায় কতই না উজিয়ে আসা মাঠ
সেই যে একদিন একটা খেলা হলো দূরদর্শনের পর্দায়
পর্দার ভেতর আলতো হাত ঢুকিয়ে
অদিতি লাল বলটায় লাগিয়েছিল মলম
টাঙানো আয়নায় তখন একটানা সাদা টুপির ঝড়

আর আরও একদিন এভাবেই একটা কালো পাথরের বুকে
অদিতি খুব যত্ন করে লিখেছিল তার নাম


1 কমেন্টস্:

  1. কাজলদা,বিশাল কাজ করলেন!অনেক অভিনন্দন!

    স্বপন রায়

    উত্তরমুছুন