কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

মানিক সাহা

জোকার


(১)
মুছে যাবার মতো করে নাম লিখেছো

হীরের চমকে ভিজে যাওয়া আলো
উটের পিঠে ভেসে আসা
পিতা-পুত্র, ভাঙা সাইকেলওয়ালা

তোমাকে মুখস্ত করার দিনে
পানের বরজ থেকে ভাঙা মূর্তির শাড়ি

আহা দরবেশ, বিশাল ঊরুতে রাখো
ফেলে দেওয়া চুমু ও চোখের জল


(২)
ছিটছিটে দাগ লাগছে ঘুমের ঊরুতে
তার একটা স্তন কাঁটা হয়ে
ফুল ঢেকে রাখে...

আসলে কনসেপ্টটাই প্রকৃত জোকার
নাচ দেখাবার জলসা ভিজে গিয়ে
প্রাচীর উলটে দেয় ঘুমের চাদর

গুরু, সকাল হলেই সব জাল ছিঁড়ে যাবে
জাল ছিঁড়ে একা সূর্য ফাটবে বাহুমূলে


2 কমেন্টস্:

  1. মানিকের কবিতা খুব ভাল লাগলো। নির্মাণে সে সংহত কবিতার কথা মনে পড়ালো। কবিতার কোন সিড়ি নেই এখানে, বিষয়মুক্ত করা হয়েছে ওপেন এন্ডের জন্য। দারুণ।

    উত্তরমুছুন
  2. মানিকের কবিতা খুব ভাল লাগলো। নির্মাণে সে সংহত কবিতার কথা মনে পড়ালো। কবিতার কোন সিড়ি নেই এখানে, বিষয়মুক্ত করা হয়েছে ওপেন এন্ডের জন্য। দারুণ।

    বারীন ঘোষাল

    উত্তরমুছুন