কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

দীপঙ্কর বরাট

চোরাস্রোত


নিছকই দুর্ভাগ্যবশত ছুঁয়ে গিয়েছিল তোমার হাত
তারপর মোবাইল হতে কাগজে,
ময়দান হতে ভিক্টোরিয়ায়,
ছড়িয়ে পড়তে থাকলো সেই জ্বর

দেখা আর কথার ওঠা নামায়
কখন যে তা শিরা উপশিরায় বইতে লাগলো
জানা গেল না
শুধু উষ্ণতা পাওয়ার জন্য কিনা জানি না
উদ্ধত চাঁদের আলোয় উন্মুক্ত ছিল
শুধু আকাশ
আর বাকিটা ঢাকা পড়ে গিয়েছিলো
জ্বরের আবেশে...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন