কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

বারীন ঘোষাল

ওল্ড ডেজ হোম


এটাই বিষয় এখন
দৃশ্যটা বড় ছোঁয়াচে
জানালার একটা পাখি এই দৃশ্য থেকে
রটে যায় ফুরিয়ারে
সিরিজ সিরিজ
তোমাদের সপ সব এত প্রসবের চিহ্ন ধোয়ার কাহিনী

পালাও পড়েছে
মৃদু বারিশের হিম
ঈশ্বরকণা
এই করুণার মানে জানি না

বিশ্বাস হয় না
এসব বেহায়ার কথা মনে হয়
আমারই কূ-কথা
এত সবুজ স্তন
কেবলই সবুজ এত বোরিং
আমার কি মুচড়ে গেল জিৎ

ফুল ফুলেরা
মহক
মহকানিয়া
ফ্রিং ফ্রাং শুকতারা কোন্‌টা রে
কোন্‌টা রেব্যান

লাস্টসিন। ট্রেক। জুতো। পায়ের ডিম। গলার চোক। বৃদ্ধাশ্রম। ধুপকাঠি। মিসিং পাখি।

স্বপ্নদোষ থামছেই না

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন