কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১৩০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১৩০

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

দেবরাজ চক্রবর্তী

চক্ষুদান

শরীরের অন্য দিকে
আরও একটা শরীর।
লাল নীল পর্দা ওড়ে
প্রতিবেশীর ঘুমের দিকে...
পরদিন সকালে তারা
খবরের কাগজে রাশিফল খুঁজে নেয়
তবে ততক্ষণে পৃথিবী চুলোয় যাক
তবুও কেউ একজন তোমার শাড়িকে
লুঙ্গি রূপে পরার অধিকার পায়।
সুসময়ে যদি ভালোবাসা না হয়
তবে চক্ষুদান করব তোমার স্বামীকে।

1 কমেন্টস্: