কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

ছন্দম মুখোপাধ্যায়

দুটি কবিতা



ভেষজ মুখোশ

নীল এক কামার্ত শজারু।
প্রত্যেকটা রাতে সে প্রেমিকার মুখে
উপগত। তারপর টুলের ওপর নগ্ন
হয়ে বসে। গিটার বাজায়। সমুদ্র
সরে গেল। দেখছি, জ্যোৎস্নায়
পুরনো মদের গভীরতা। বালিতে
আমি ও আমার মৎস্যকন্যা।

তুমি কার নিশিডাক দেবারতি যে এত বিষণ্ন হয়ে আছ!



মোহ

খটখটে চোখে দেখা নদীপাড়ের
শ্মশান। মদ ফুরিয়েছে। সর্বস্ব চ্যুতির
চিহ্নও পড়ে থাকলো। মাঝে মাঝে এর
কাছে এসো। ধুলো মুছে রেখো কচি
নিমের ডাল, ঘড়াভর্তি জল, কলাপাতায়
গরম ফ্যানাভাত, নুন, গামছা। এই
সমাধিতে এসো।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন