কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১৩ মার্চ, ২০১৩

সোনালি বেগম

মায়াজাল


লাল লাল গোলাপ হাতে শ্যামল সকাল সকাল বেরিয়ে পড়ে, কলেজে নয়, উল্টোপথে। আজ ১৪ ফেব্রুয়ারি, প্রেমনিবেদন দিবস ‘ভ্যালেনটাইন্স ডে’। রোমানদের ভালোবাসার দেবতা কিউপিড তীর-ধনুক হাতে কানে ফিসফিস করে, ‘চন্দ্রিমা তোমার ভ্যালেনটাইন নয়, শ্যামল’।
শ্যামল চমকে ওঠে, ‘হতেই পারে না’ -- নিজেকে সামাল দিতে থাকে সে। অসংখ্য যুবক যুবতী নাচছে, জেগে উঠছে ইন্দিরাপুরমের স্বর্ণ জয়ন্তী পার্ক -- লাল গোলাপের পাপড়ি, আবীর আর গান... ‘তোমার ভ্যালেনটাইন’ লিখে সন্ত ভ্যালেনটাইন প্রেমনিবেদন করেছিলেন তাঁর প্রেমিকাকে, সেই ২৬৯ সালে এবং তৎকালীন ইতালির রোমান সম্রাট সন্ত ভ্যালেনটাইনকে ১৪ ফেব্রুয়ারি মৃত্যুদন্ডে দন্ডিত করেছিলেন। ৪৯৬ সালে তাঁর স্মরণে প্রথম ‘ভ্যালেনটাইন্স ডে’ শুরু হয়।
প্রাচীনকালে ভারতে ঝলমল শারদ পূর্ণিমার রাতে কৌমুদী মহোৎসব পালিত হতো। এই অনুরাগ উৎসবে সুসজ্জিত যুবক, যুবতী, দম্পতি, বন্ধু পরস্পরকে ‘ভাবয়ামি’ ‘পরিভাবয়ামি’ -- ‘আমি তোমাকে ভালোবাসি’ জ্ঞাপন করতো।
সাত-পাঁচ ভাবতে ভাবতে শ্যামল মোবাইলে কল্ করলো চন্দ্রিমাকে, কিন্তু এনগেজড্ টোন... কোনোদিনই চন্দ্রিমাকে ফোনে ধরা গেল না! ও ভাবলো, অন্তত আজ চন্দ্রিমার কণ্ঠস্বর শুনতে পাবে। শুধু ফেসবুকেই আলাপ ও অন্তরঙ্গতা। চন্দ্রিমার প্রোফাইল পিকচারে চাঁদ আর কভার ফটো অন্তহীন আকাশ।

শ্যামল : আসছো তাহলে?
চন্দ্রিমা : ও. কে.
শ্যামল : শোনো, আমি নীল জিনস্ লাল শার্ট পরবো
চন্দ্রিমা : আমিও
শ্যামল : হাতে থাকবে একগুছ তরতাজা লাল গোলাপ
চন্দ্রিমা : আমারও
শ্যামল : সুইস্ চকোলেট হার্ট শেপেড্
চন্দ্রিমা : আমারও
শ্যামল : স্বর্ণ জয়ন্তী পার্কের মেন গেটের ডানদিকে যে পাথরের বেদি রয়েছে, সেখানেই দাঁড়িয়ো, কেমন...
চন্দ্রিমা : তথাস্তু

পার্কের পূর্ব নির্দিষ্ট পাথরের বেদির কাছে দাঁড়িয়ে আছে একজন বছর তিরিশের সুঠাম পুরুষ। হাসতে হাসতে হাত বাড়িয়ে, ‘হাই শ্যামল, আই অ্যাম্ ইয়োর ভ্যালেনটাইন, চন্দ্রিমা, বাট্ মাই রিয়াল নেম্ ইজ্ চন্দ্রনাথ!’


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন